• ঢাকা শুক্রবার
    ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মদ পানে বাধা দেওয়ায় শ্রমিকলীগ সভাপতির ওপর হামলা

প্রকাশিত: মে ১৯, ২০২২, ১০:১৬ এএম

মদ পানে বাধা দেওয়ায় শ্রমিকলীগ সভাপতির ওপর হামলা

কুয়াকাটা প্রতিনিধি


গভীর রাতে কুয়াকাটা সৈকতে ছাতা বেঞ্চে বসে মদ খেতে বাধা দেওয়ায় পৌর শ্রমিক লীগ সভাপতি আব্বাস কাজীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে কুয়াকাটা হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ওই রাতে বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১১টার দিকে কুয়াকাটা সৈকতে। পুলিশ এঘটনায় ইলিয়াস (৩৫) ও রফিক (৩৪) নামক দুই মাদকসেবীকে গ্রেফতার করেছে।

আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, এরা দীর্ঘদিন ধরে ছাতা বেঞ্চে বসে মদ সেবন করে আসছিল। ফের গতকাল রাতেও তারা মাদক সেবন করে হই হুল্লোড় করছিল। এতে বাধা দেওয়ায় প্রথমে শ্রমিক লীগ সভাপতির সঙ্গে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে ঐ মাদক সেবনকারীরা চড়াও হয়ে তার ওপর হামলা চালায়। এ সময় স্থানীয়রা টের পেয়ে ঘটনাস্থল থেকে ওই মাদক সেবনকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বলে জানা গেছে।

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। ইতোমধ্যে দুইজনকে গ্রেফতার করে বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সাজেদ/
আর্কাইভ