• ঢাকা শুক্রবার
    ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চাঁপাইনবাবগঞ্জে ধান বোঝাই ট্রাক উল্টে তিন শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: মে ১৯, ২০২২, ০৭:১২ এএম

চাঁপাইনবাবগঞ্জে ধান বোঝাই ট্রাক উল্টে তিন শ্রমিকের মৃত্যু

দেশজুড়ে ডেস্ক


চাঁপাইনবাবগঞ্জে ধান বোঝাই ট্রাক উল্টে ৩ শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১৮ মে) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ আমনুরা আঞ্চলিক সড়কের পাওলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার বুলবুল হোসেন, মুন্টু আলী ও আসাদ হোসেন। তারা নওগাঁ থেকে ধান কেটে ফিরছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, নওগাঁ থেকে ধান কেটে শ্রমিকরা ট্রাকে বাড়ি ফিরছিলেন। এ সময় তাদের বহনকারী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকে থাকা ধানের বস্তার নিচে চাপা পড়েন তারা।

শ্রমিকদের মধ্যে ইলিয়াস আলির ছেলে বুলবুল (৩০) ঘটনাস্থলে এবং মুনসুর আলির ছেলে মন্টু (৪৫) সদর হাসপাতালে নেওয়ার পর মারা যান। এ ঘটনায় আরও ৬ শ্রমিক আহত হয়েছেন। তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে পথেই আরও এক শ্রমিকের মৃত্যু হয়। তিনি হলেন নওসাদ আলির ছেলে আসাদুজ্জামান।

নিহতদের বাড়ি শিবগঞ্জ উপজেলায় বলে জানিয়েছে পুলিশ।


সাজেদ/
আর্কাইভ