• ঢাকা শনিবার
    ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চবির সোহরাওয়ার্দী হলের নতুন প্রভোস্ট শিপক কৃষ্ণ

প্রকাশিত: মে ১৮, ২০২২, ০৯:৫৬ পিএম

চবির সোহরাওয়ার্দী হলের নতুন প্রভোস্ট শিপক কৃষ্ণ

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সাবেক সভাপতি ও সহযোগী অধ্যাপক ড. শিপক কৃষ্ণ দেব নাথ। তিনি এর আগে শাহ আমানত হলে আবাসিক শিক্ষক হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন।

মঙ্গলবার (১৭ মে) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এসএস অধ্যাপক এসএম মনিরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে নিয়োগ প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কৃত বিভাগের সহযোগী অধ্যাপক ড. শিপক কৃষ্ণ দেব নাথকে শাহ আমানত হলের আবাসিক শিক্ষকের পদ হতে অব্যাহতি প্রদান পূর্বক বিশ্ববিদ্যালয়ের নিয়ম মোতাবেক প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাদিসহ যোগদানের তারিখ হতে এক বছরের জন্য সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট নিয়োগ করা হলো।

এ বিষয়ে ড. শিপক কৃষ্ণ দেব নাথ বলেন, ‘আমাকে সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ দেয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার দায়িত্ব সর্বোচ্চ সততা ও সতর্কতার সঙ্গে পালন করার চেষ্টা করব।

 

এএমকে

আর্কাইভ