• ঢাকা শুক্রবার
    ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজভস্টালে আত্মসমর্পণকারী সেনাদের বাঁচার অধিকার নেই

প্রকাশিত: মে ১৮, ২০২২, ০৯:১৬ পিএম

আজভস্টালে আত্মসমর্পণকারী সেনাদের বাঁচার অধিকার নেই

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মারিউপোল পূর্ণ দখল করে নিয়েছে রাশিয়া। সেখানকার আজভস্টাল ইস্পাত কারখানায় আশ্রয় নেওয়া আড়াই শতাধিক ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছেন। তাদের রাশিয়ায় নিয়ে গেছে রুশ বাহিনী।

তাদের বিষয়ে মঙ্গলবার (১৭ মে) রাশিয়ার সংসদ সদস্য লিওনিদ স্লাতস্কি বলেছেন, আত্মসমর্পণকারী ইউক্রেনের এসব সেনার বেঁচে থাকার অধিকার নেই। তাদের মেরে ফেলা উচিত।

এসব সেনার বেশিরভাগ উগ্র জাতীয়তাবাদী ‘আজভ’ মিলিশিয়া যাদের রাশিয়া ‘নাৎসিবাদী’ হিসেবে উল্লেখ করেছে। তবে মস্কো বলছে, ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য দেশটিকে ‘নাৎসিমুক্ত’ করা।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের সেনাবাহিনী ও আভজ ব্যাটেলিয়নের ৬৯৪ জন যোদ্ধা আত্মসমর্পণ করেছে।

এই নিয়ে মোট ৯৫৯ জন আজভ যোদ্ধা আত্মসমর্পণ করেছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে। এর আগে  রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছিল আজভস্টাল থেকে ২৬৫ জন সেনা আত্মসমর্পণ করেছে। যার মধ্যে ৫২ জন গুরুতর আহত।

যারা ওই স্টিল কারখানা ছেড়ে যাচ্ছে তাদের রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে নিয়ে যাওয়া হচ্ছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

অবশ্য কতজন যোদ্ধা আজোভস্টাল ত্যাগ করেছে সে সম্পর্কে ইউক্রেনীয় কর্তৃপক্ষ কোনো তথ্য জানায়নি। 

এদিকে, রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছিলেন মারিউপোলে অবরুদ্ধ থাকা ইউক্রেনের যেসব যোদ্ধা রাশিয়ার কাছে আত্মসমর্পণ করেছে তাদের প্রতি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মানবিকতা দেখানো হবে।

আরআই

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ