• ঢাকা বৃহস্পতিবার
    ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা খুব কঠিন: আইনমন্ত্রী

প্রকাশিত: মে ১৮, ২০২২, ০৬:৫৩ পিএম

পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা খুব কঠিন: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা কিন্তু খুব কঠিন। আরাফাত রহমান কোকোর (বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে) সময় যাদের সঙ্গে কোলাবরেট করা হয়েছিল তাদের জন্য সম্ভব হয়েছিল। কিন্তু অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পলাতক পি কে হালদারের টাকা ফিরিয়ে আনা খুব কঠিন।

মঙ্গলবার (১৭ মে) এসডিজি বাস্তবায়ন পর্যালোচনা বিষয়ক দ্বিতীয় জাতীয় সম্মেলন-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।

এ সময় আইনমন্ত্রী বলেন, ‘পৃথিবীজুড়ে অ্যান্টি মানি লন্ডারিং আইন অত্যন্ত কঠোর করা হয়েছে। যেটা আমাদের দেশেও রয়েছে। সে ক্ষেত্রে আমার মনে হয় সঠিকভাবে পদক্ষেপ নিলে অর্থ ফিরিয়ে আনা সম্ভব হবে।’

আনিসুল হক বলেন, ‘প্রথম কথা হচ্ছে এসডিজি প্রোগ্রাম হাতে নেওয়ার অনেক আগে থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। পি কে হালদারকে ধরা হয়েছে, তার ব্যপারে যে অভিযোগ আনা হয়েছে- এখন তাকে ধরার পরে সেই অভিযোগের বিচার করে তার পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার সম্ভবনা আছে।’

তিনি বলেন, ‘আমাদের প্রথম পদক্ষেপ হবে তাকে ফিরিয়ে আনা। তাকে ফিরিয়ে আনার মুহূর্ত থেকে তার বিচার প্রক্রিয়া শুরু হবে।’

মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, পলাতক বাংলাদেশি ব্যবসায়ী প্রশান্ত কুমার (পি কে) হালদারকে ভারত থেকে বাংলাদেশে প্রত্যার্পণের আগে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

মঙ্গলবার (১৭ মে) তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘এটি একটি প্রক্রিয়া এবং এটি ক্রিসমাস কার্ড বিনিময় করার মতো নয়। এগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে করা হয়। এটা ধীরে ধীরে হবে।’

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ