• ঢাকা শুক্রবার
    ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে মানবাধিকার কমিশন বিলুপ্ত

প্রকাশিত: মে ১৮, ২০২২, ১০:৫২ এএম

আফগানিস্তানে মানবাধিকার কমিশন বিলুপ্ত

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের মানবাধিকার কমিশনসহ দেশটির সাবেক মার্কিন-সমর্থিত সরকারের পাঁচটি গুরুত্বপূর্ণ বিভাগ বিলুপ্ত করেছে ক্ষমতাসীন তালেবান।

 আর্থিক সংকটের মুখে পাঁচটি বিভাগকে তালেবান অপ্রয়োজনীয় মনে করায় তারা এসব বিভাগ বিলুপ্ত করেছে।

মানবাধিকার কমিশনসহ অপর যে চারটি বিভাগ তালেবান বিলুপ্ত করেছে তার মধ্যে রয়েছে- হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশন, একসময়ের উচ্চ ক্ষমতাসম্পন্ন জাতীয় নিরাপত্তা পরিষদ, আফগান সংবিধান বাস্তবায়নের তত্ত্বাবধান কমিশন। যে বিভাগগুলো বিলুপ্ত করা হয়েছে, ভবিষ্যতে যদি সেগুলোর প্রয়োজন হয়, তাহলে তা আবার সক্রিয় করা হতে পারে বলে জানান তালেবান সরকারের উপমুখপাত্র।

ক্ষমতা দখলের পর আফগানিস্তানে মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ করেছে তালেবান। দেশটির ক্ষমতা দখলের পর গত শনিবার তালেবান প্রথম বার্ষিক জাতীয় বাজেট ঘোষণা করে।  এই বাজেটে বড় ধরনের ঘাটতি রয়েছে। ঘাটতির পরিমাণ ৪৪ বিলিয়ন আফগান মুদ্রা।

এইচএ 



আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ