• ঢাকা বৃহস্পতিবার
    ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেষ মুহূর্তে মনোনয়নপত্র জমা, বিদ্রোহী প্রার্থী ইমরানের চমক

প্রকাশিত: মে ১৭, ২০২২, ১০:৫৭ পিএম

শেষ মুহূর্তে মনোনয়নপত্র জমা, বিদ্রোহী প্রার্থী ইমরানের চমক

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ মুহূর্তে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য প্রযুক্তি উপকমিটির সদস্য মাসুদ পারভেজ খান ইমরান সিআইপি।

মঙ্গলবার (১৭ মে) বিকাল ৪টায় কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে রির্টানিং অফিসার মো. শাহেদুন্নবী চৌধুরীর কাছে ইমরানের পক্ষে জসিম উদ্দিন নামে এক শিক্ষক মনোনয়নপত্র জমা দেন।

শেষদিনে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়সহ নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া নির্বাচনী নিরাপত্তার কাজে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিজিবির টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

ইমরানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া জসিম উদ্দিন বলেন, ‘আমাদের নেতাকর্মীদের চাপে ইমরান খান নির্বাচনে অংশগ্রহণ করছেন। আশা করি আমি নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করবো। শেষদিন পর্ষন্ত আমরা মাঠে থাকব।’

তফসিল অনুযায়ী, কুমিল্লা সিটি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৭ মে। মনোনয়নপত্র বাছাই ১৯ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।

২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হবে। সিটিতে মোট ভোটার সংখ্যা লাখ ২৯ হাজার ৯২০ জন। এদের মধ্যে নারী ভোটার লাখ ১৭ হাজার ৯২ জন। পুরুষ ভোটার লাখ ১২ হাজার ৮২৬ জন।

এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী স্বতন্ত্র মো রাশেদুল ইসলাম, সতন্ত্র প্রার্থী কামরুল আসহান বাবুলসহ ছয়জন মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন।

 

এএমকে

আর্কাইভ