• ঢাকা শনিবার
    ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আবেদন না করায় বেঁচে গেলেন সেঞ্চুরিয়ান ম্যাথিউজ

প্রকাশিত: মে ১৬, ২০২২, ০৭:০৭ পিএম

আবেদন না করায় বেঁচে গেলেন সেঞ্চুরিয়ান ম্যাথিউজ

ক্রীড়া ডেস্ক

শ্রীলঙ্কাকে চেপে ধরেছে নাঈমের বোলিং। ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে অ্যাঞ্জেলো ম্যাথিউজ।  ১৪৭ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন অভিজ্ঞ এই ব্যাটার। ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে শ্রীলঙ্কা।

এটা পরিষ্কার, বাংলাদেশের সামনে এখন বড় বাধা এই ম্যাথিউজ। তার ইনিংসটা যত বড় হবে, লঙ্কানদেরও অবস্থান তত শক্ত হবে। অথচ এত বড় দুশ্চিন্তা আরও আগে দূর হয়ে যেতে পারতো বাংলাদেশের।

ম্যাথিউজ ফিরতে পারতেন দিনের চতুর্থ ওভারে। ইনিংসের ৯৪তম ওভারে খালেদ আহমেদের বলে খোঁচা দিয়েছিলেন ম্যাথিউজ। বল জমা পড়ে উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে।

কিন্তু বোলার ফিল্ডাররা কেউ বুঝতে পারেননি ব্যাটে হালকা করে ছুঁয়ে গেছে বল। তাই আবেদনও করেননি। রিপ্লেতে দেখা যায়, বল ব্যাটে লেগেছে, আলট্রাএজে তার অস্তিত্বও মেলে।

কিন্তু বাংলাদেশের কেউ আবেদন না করায় ব্যক্তিগত ১১৯ রানের মাথায় বেঁচে যান ম্যাথিউজ। জীবন পেয়ে এখন ডাবল সেঞ্চুরির দিকে এগোচ্ছেন ডানহাতি এই ব্যাটার।

আরআই/এএল
আর্কাইভ