• ঢাকা বৃহস্পতিবার
    ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে স্বতন্ত্র মেয়র প্রার্থীর ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের হামলা

প্রকাশিত: মে ১৬, ২০২২, ০৬:০৬ এএম

ঝিনাইদহে স্বতন্ত্র মেয়র প্রার্থীর ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের হামলা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে। রবিবার (১৫ মে) সন্ধ্যায় শহরের বঙ্গবন্ধু সড়কের সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সন্ধ্যার পর স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের ব্যবসা প্রতিষ্ঠান কিংশুক বিপণীতে হামলা চালায় দুর্বৃত্তরা।

দোকানের কর্মচারীদের মারধর ও আসবাবপত্র ভাংচুর করে পালিয়ে যায় তারা।

হামলার ঘটনাকে ন্যক্কারজনক বলে অভিহিত করে স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বলেন, রবিবার সন্ধ্যার পর শহরের পোস্ট অফিস মোড়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল খালেকের সমর্থকরা মিছিল করে এসে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়।

এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন এই স্বতন্ত্র মেয়র প্রার্থী।

ঝিনাইদহ সদর থানা ওসি শেখ মো. সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


সাজেদ/এএল
আর্কাইভ