• ঢাকা শুক্রবার
    ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছেলেকে ফের বার্সায় দেখতে চান মেসির বাবা

প্রকাশিত: মে ১৬, ২০২২, ০৩:০১ এএম

ছেলেকে ফের বার্সায় দেখতে চান মেসির বাবা

ক্রীড়া ডেস্ক

নতুন করে চুক্তি নবায়ন না করায় গেল বছর আগস্টে বার্সেলোনার সঙ্গে দীর্ঘ দিনের বন্ধন ছিন্ন করেন লিওনেল মেসি। এরপর বছরে ৩৫ মিলিয়ন ইউরো বা প্রায় সাড়ে তিনশ কোটি টাকা বেতনে প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দেন আর্জেন্টাইন তারকা। এখনও এক বছর পূর্ণ হয়নি। তার আগে মেসির কাছে তার বাবা হোর্হে মেসি ছেলের কাছে আবদার করেছেন।

তিনি চান, মেসি আবার বার্সায় ফিরে আসুক। বার্সার জার্সি গায়ে চাপাক। হোর্হে এও আশা করেছেন, তার ইচ্ছে পূরণ হবে। দুটি সংবাদ মাধ্যমকে মেসির বাবা বলেছেন, ‘আমি মনে করি, একদিন মেসির বার্সায় ফিরে আসাটা সত্যি হবে।মেসির বাবা চান ছেলে ঘরে ফিরে আসুক, বন্ধু দানি আলভেস চান ক্যাম্প ন্যুতে ফিরুক লিও। সাবেক সতীর্থ এবং বার্সা কোচ জাভি জানিয়েছেন, লিওর জন্য বার্সার দুয়ার সবসময় খোলা।

তবে নিকট ভবিষ্যতে মেসির বার্সায় ফেরার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। তিনি সংবাদ মাধ্যমকে জানান, মেসির ফিরে আসার ব্যাপারে কোনো বার্তা তার কাছে আসেনি। মেসিকে ফেরানোর ব্যাপারে তারা আপাতত ভাবছেন না।

চলতি মৌসুমের শুরুতে ক্যাম্প ন্যু ছেড়ে লিওনেল মেসি পিএসজি যোগ দেন। ফ্রি এজেন্টে প্যারিসের দলটিতে গেলেও মেসি তার চেনা ফর্ম হারিয়েছেন। তবে বার্সায় চেনা ছকে, চেনা জার্সিতে ফিরলে তার আবার ফর্মে ফেরার সম্ভাবনা আছে বলে মনে করেন অনেকে। মেসি বার্সায় মোটা অঙ্কের বেতন পেতেন। আর্থিক সংকটে থাকা ক্লাব তাকে ওই অর্থ দিতে পারবে না বলেই ছেড়ে দিয়েছে।

জেডআই/এএল

আর্কাইভ