• ঢাকা শনিবার
    ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আমাদের ধাপে ধাপে এগিয়ে যেতে হবে: বাংলাদেশ কোচ

প্রকাশিত: মে ১৬, ২০২২, ০২:২৩ এএম

আমাদের ধাপে ধাপে এগিয়ে যেতে হবে: বাংলাদেশ কোচ

ক্রীড়া প্রতিবেদক

একদিন আগে এশিয়া কাপ বাছাইয়ে বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। সোমবার (১৬ মে) থেকে আবাসিক প্রস্তুতি শুরু হতে যাচ্ছে জামাল ভূঁইয়াদের। লাল সবুজ দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা নতুন করে প্রস্তুতি নিতে পেরে খুশি।

রবিবার (১৫ মে) সংবাদমাধ্যমকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরা বলেন, ‘আমি মনে করি, এটা দারুণ সময় খেলোয়াড়দের সঙ্গে কাজ করার। বিপিএলে (বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল) তারা ভালো করছে। আগামীকালের অনুশীলনের দিকে দৃষ্টি দিয়েছি।

আপাতত ২০ জন খেলোয়াড়কে ডাকা হয়েছে। এএফসি কাপ শেষে বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের ক্যাম্পে নেওয়া হবে। তবে যোগ্যরা সুযোগ পাবেন সেই ক্যাম্পে, সেটা মনে করিয়ে দিলেন কাবরেরা, ‘বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা এএফসি কাপে আছে। সেখান থেকে যোগ্যরাই জাতীয় দলে ডাক পাবে। আমরা কিছু নতুন খেলোয়াড় ডেকেছি। তাদের সঙ্গে কাজ করবো। বিশেষ করে অনূর্ধ্ব-২৩ দল থেকে। আমাদের ভালো কিছু করার লক্ষ্য।

এশিয়া কাপ বাছাইয়ে গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক মালয়েশিয়া, তুর্কমেনিস্তান ও বাহরাইন। ৮, ১১ ও ১৪ জুন তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে ১ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে প্রীতি ম্যাচ।

গ্রুপে তিন প্রতিপক্ষই বাংলাদেশের চেয়ে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে। তাদের বিপক্ষে খেলা ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ দলের প্রধান কোচ, ‘এশিয়ান কাপে যারা আছে, তারা আমাদের চেয়ে অনেক এগিয়ে। তাদের বিপক্ষে খেলতে পারাটা ভালো সুযোগ বলবো। তাদের সঙ্গে কোন অবস্থায় আছি তা দেখতে পাওয়া যাবে। আমাদের ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। সেদিকে মনোনিবেশ করতে হবে।

জেডআই/

আর্কাইভ