• ঢাকা শুক্রবার
    ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রিয়াল মাদ্রিদকে হুমকি দিয়ে ইনজুরিতে সালাহ

প্রকাশিত: মে ১৬, ২০২২, ০১:৩৪ এএম

রিয়াল মাদ্রিদকে হুমকি দিয়ে ইনজুরিতে সালাহ

ক্রীড়া ডেস্ক

চেলসিকে হারিয়ে ১৬ বছর পর এফএ কাপ চ্যাম্পিয়ন হয়েছে লিভারপুল। এবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চোখ ইংলিশ জায়ান্টদের। তবে এরমধ্যেই দুঃসংবাদ পেয়েছে দলটি। দলের অন্যতম সেরা দুই তারকা মোহামেদ সালাহ। দলটির প্রধান কোচ ইয়ুর্গেন ক্লপ মিশরীয় তারকার সুস্থ হওয়ার ব্যাপারে আশাবাদী।

রিয়ালের বিপক্ষে অল রেডসদের ফাইনালের হিসেব-নিকেশ বাকি। বিশেষ করে সালাহর। তিন মৌসুমে আগে ফাইনালে তাকে সের্গিও রামোস ইনজুরিতে ফেলে মাঠ ছাড়া করেছিলেন। ওই ফাউলের শোধ নেওয়ার ঘোষণা দিয়ে সালাহ বলেছিলেন, ‘রিয়ালের সঙ্গে এক গোলের হিসেব বাকি।

ওই হিসেব কষার আগে ইনজুরিতে পড়েছেন তিনি। তবে সালাহ এবং ক্লপ মনে করছেন, প্যারিসে ২৮ মে রাতের ফাইনালের আগে সুস্থ হয়ে উঠবেন তিনি, ‘মো (সালাহ) আমার কাছে এসে বলে, সে সামান্য অসুবিধা অনুভব করছে, তবে খেলে যেতে চায়। আশা করছি, দ্রুতই সে সুস্থ হয়ে উঠবে।

শুধু সালাহ নয় ইনজুরিতে পড়েছেন লিভারপুলের সেন্ট্রাল ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক এবং ডিফেন্সিভ মিডফিল্ডার ফ্যাবিনহো। তবে ক্লপের আশা, দুজনই খেলতে পারবেন প্যারিসের গৌরবের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল।

ডাইক বলেন, ‘সমস্যাটা চেক করতে হবে। আশা করছি, সবকিছু ঠিক আছে। প্রথমার্ধেই আমি ব্যথাটা টের পাই। তবে শেষ পর্যন্ত ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নেই।ফ্যাবিনহোর ইনজুরি নিয়ে ক্লপ বলেছেন, ‘ফাইনালের আগে সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। তার খেলতে কোন বাধা দেখছি না।

জেডআই/

আর্কাইভ