• ঢাকা শুক্রবার
    ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশি গায়িকার গানে পর্দা উঠলো টেলি সিনে অ্যাওয়ার্ডের

প্রকাশিত: মে ১৫, ২০২২, ১১:৪৬ পিএম

বাংলাদেশি গায়িকার গানে পর্দা উঠলো টেলি সিনে অ্যাওয়ার্ডের

বিনোদন ডেস্ক

টেলি সিনে অ্যাওয়ার্ডের ১৯তম আসর শুরু হয়েছে কলকাতার নজরুল মঞ্চে। বরাবরের মতো এবারও দুই বাংলার জনপ্রিয় সব তারকাদের উপস্থিতি চোখে পড়ার মতো। সুখবর হচ্ছে এই আসরের পর্দা উঠেছে বাংলাদেশি এক গায়িকার গানের মাধ্যমে। গানটির শিরোনাম ‘দুই শহর প্রেম’। কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের কণ্ঠশিল্পী ফাল্গুনী সরকার ফাগুন।

দুই বাংলার প্রাণের শহর ঢাকা ও কলকাতার প্রেম নিয়ে কলকাতার জনপ্রিয় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের গীতি কবিতায়, জয় সরকারের সুর ও সংগীত আয়োজনে তৈরি হয়েছে গানটি। গানটির ভিডিওচিত্র নির্মাণ করেছেন ঢাকার নির্মাতা নোমান রবিন।

গানটির গীতিকার কবি শ্রীজাত বলেন, ‘আমার খুব সৌভাগ্য যে আমি এরকম একটা গানে কাজ করতে পারছি।  আমি গানটি লিখতে গিয়ে ইমোশনাল হয়ে গিয়েছিলাম। ঢাকা-কলকাতার কত শত বছরের বোঝাপড়া! কত কত গল্প, কান্না, সুখ, সাহিত্য আষ্ঠেপিষ্ঠে জড়িয়ে। কাকে ছেড়ে কাকে ধরব? এটা শুধুমাত্র একটা গান না, এটা একটা দলিল একটা ইতিহাস একটা সংস্কৃতিও বটে।’



কণ্ঠশিল্পী ফাল্গুনী সরকার বলেন, ‘এটা আমার জন্য বড় প্রাপ্তির। আমার গানের মাধ্যমে এতো বড় একটা উৎসবের যাত্রা শুরু হচ্ছে। আর এই গানের সঙ্গে সম্পৃক্ত সবাই অনেক বড় মাপের মানুষ। তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও দারুণ।’

নির্মাতা নোমান রবিন বলেন, ‘ওপার বাংলার মেধাবী সুরকার ও সংগীত পরিচালক জয় সরকার। এপার বাংলার কণ্ঠশিল্পী ফাগুনকে দিয়ে দুর্দান্ত এক প্রেমময় গান সৃষ্টি করেছেন। দুই শহরের মানুষের ইমোশন উঠে এসেছে এই গানে। দুই শহরের নাগরিক জীবনের বিভিন্ন মুহূর্ত আর ঐতিহ্য নিয়ে নির্মিত এই  ভিডিওটি দেখে দুই বাংলার দর্শক আবেগী হয়ে যাবেন নিশ্চিত।’

গানটির প্রকল্পের সমন্বয়কারীর হিসেবে ছিলেন রূপক মজুমদার এবং নির্বাহী প্রযোজক সাম্য সমু। আগামী ১৯মে গুণগুণ মিউজিক ইউটিউব চ্যানেল থেকে ‘দুই শহর প্রেম’ মিউজিক ভিডিওটি প্রকাশ পাবে বলে জানিয়েছেন প্রযোজনা সংস্থা।

এসএ/
আর্কাইভ