• ঢাকা শনিবার
    ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ম‍্যাথিউসের সেঞ্চুরি, ফের অস্বস্তিতে মুমিনুলরা

প্রকাশিত: মে ১৫, ২০২২, ১১:২৭ পিএম

ম‍্যাথিউসের সেঞ্চুরি, ফের অস্বস্তিতে মুমিনুলরা

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রাম টেস্টে নাঈম হাসানের জোড়া আঘাতের পর ৯২ রানের  জুটি গড়েন অ‍্যাঞ্জেলো ম‍্যাথিউস ও কুশাল মেন্ডিস। হাফ সেঞ্চুরি করে তাইজুল ইসলামের শিকার হন মেন্ডিস। তবে একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি হাঁকান ম‍্যাথিউস। তাতে ম্যাচের নিয়ন্ত্রণ কিছুটা হলেও সফরকারিদের নিয়ন্ত্রণে রয়েছে।

রবিবার (১৫ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দ্বিমুথ করুনারত্নে। বড় রানের আশায় আগে ব্যাট করার সিদ্ধান্ত সফরকারীদের। শুরু থেকেই ধরে খেলার চেষ্টা দুই ওপেনার দ্বিমুথ করুনারত্নে ও ওসাধা ফার্নান্দোর।

তবে, জুটি বড় করতে পারলেন না। লঙ্কান অধিনায়ক করুণারত্নেকে আউট করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিয়েছেন একাদশে ফেরা স্পিনার নাঈম হাসান। ১৭ বলে ৯ রান করেন তিনি।

করুনারত্নে আউট হওয়ার পর কুশাল মেন্ডিসকে নিয়ে প্রতিরোধ গড়ছিলেন ওশাদা ফার্নান্দো। তবে বেশিদূর যেতে পারেনি এই জুটি। ফার্নান্দোকে থামিয়ে প্রতিরোধ ভাঙলেন নাঈম। এটি তার দ্বিতীয় শিকার। অফ স্টাম্পের বাইরের ডেলিভারি পা বাড়িয়ে খেলার চেষ্টা করেন ফার্নান্দো। ঠিক মতো পারেননি, ব‍্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। রিভিউ নিয়েও কাজ হয়নি। ভাঙে ৮১ বল স্থায়ী ৪৩ রানের জুটি। এক ছক্কা ও তিন চারে তিনি করেন ৩৬ রান।

৬৬ রানে দুই উইকেট হারানোর পর মেন্ডিস-ম্যাথিউসের ব্যাটে প্রতিরোধ গড়ছে লঙ্কানরা। ক্যারিয়ারের ১৩তম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন কুশল মেন্ডিস। তাইজুল ইসলামের বলে ৪৩তম ওভারে কাভারে ঠেলে দিয়ে সিঙ্গেল নেন মেন্ডিস। তাতেই ৯৩ বলে দেখা পেয়ে যান ক্যারিয়ারের ১৩তম হাফ সেঞ্চুরির। তার ফিফটির ইনিংসে চারের মার ছিল ৩টি।

এরপর হাফ সেঞ্চুরি হাঁকান ম‍্যাথিউস। ৫৬তম ওভারে খালেদের করা দ্বিতীয় বলে এক রান নিয়ে ক্যারিয়ারের ৩৮তম হাফ সেঞ্চুরি তুলে নেন সাবেক লঙ্কান অধিনায়ক। তাদের ৯২ রানের এ জুটি ভেঙে দেন তাইজুল ইসলাম। এ স্পিনারের বলে নাঈম ইসলামের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন কুশল মেন্ডিস। তার আগে ৫৪ রান করেন তিনি।

আগের ১০ ওভার বল  করে ৫টি মেডেন নিলেও উইকেটে দেখা পাননি সাকিব। অবশেষে ইনিংসের ৬৬তম ওভারে কাঙ্খিত উইকেটের দেখা পান এ অলরাউন্ডার। লঙ্কান ব্যাটার ধনঞ্জয়া ডি সিলভাকে ফিরিয়ে দলে স্বস্তি ফেরান সাকিব। তবে একপ্রান্ত আগলে রেখে লঙ্কানদের বড় স্কোরের দিকে এগিয়ে নিচ্ছেন ম্যাথিউস।

ইনিংসের ৮১তম ওভারে শরিফুল ইসলামের করা চতুর্থ বলে ফ্লিক করে বাউন্ডারি মেরে টেস্ট ক্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুরি তুলে নেন তিনি। ১৮৩ বলে ১২টি চার ও ১টি ছয়ে সেঞ্চুরিটি সাজান ম্যাথিউস।

এ প্রতিবেদন লিখার সময় শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ২৫৪। ম‍্যাথিউস ১১৩ এবং দীনেশ চন্দ্রিমাল ৩১ রান রান নিয়ে ব্যাট করছেন।

জেডআই/

আর্কাইভ