• ঢাকা শুক্রবার
    ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে রাশিয়ান কূটনীতিকদের শারীরিক সহিংসতার ‘হুমকি’

প্রকাশিত: মে ১৫, ২০২২, ১০:২৫ পিএম

যুক্তরাষ্ট্রে রাশিয়ান কূটনীতিকদের শারীরিক সহিংসতার ‘হুমকি’

আন্তর্জাতিক ডেস্ক

ওয়াশিংটনে রাশিয়ান কূটনীতিকদের শারীরিক সহিংসতার হুমকি দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূতের উদ্ধৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।

প্রলোভন দেখানোর উদ্দেশ্যেই ওয়াশিংটনে রাশিয়ান কূটনীতিকদের সঙ্গে মার্কিন গোয়েন্দারা যোগাযোগের চেষ্টা করছেন বলেও অভিযোগ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ গতকাল শনিবার রাশিয়ার একটি টেলিভিশনকে বলেন, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর মার্কিন কর্মকর্তাদের সঙ্গে রাশিয়ান কূটনীতিকদের মুখোমুখি দেখা-সাক্ষাৎ বন্ধ হয়ে গেছে।

আনাতোলি আন্তোনভ আরও বলেন, যুক্তরাষ্ট্রে রাশিয়ান দূতাবাসের অবস্থা একটি অবরুদ্ধ দুর্গের মতো। মূলত রাশিয়ান দূতাবাস একটি প্রতিকূল পরিবেশে কাজ করছে। দূতাবাসের কর্মীরা শারীরিক সহিংসতার হুমকি পর্যন্ত পাচ্ছেন।

আনাতোলি আন্তোনভ জানান, মার্কিন নিরাপত্তা সংস্থার এজেন্টরা রাশিয়ান দূতাবাসের বাইরে ঘোরাঘুরি করেন। রাশিয়ান কূটনীতিকদের প্রলুব্ধ করতে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছেন মার্কিন গোয়েন্দারা।

অভিযোগের বিষয়ে সিআইএ ও এফবিআইয়ের বক্তব্য জানার চেষ্টা করেছে বার্তা সংস্থা রয়টার্স। কিন্তু সিআইএ ও এফবিআইয়ের কাছ থেকে তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

ইউক্রেনে হামলার অনেক আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার কূটনৈতিক সম্পর্কে তিক্ততা চলে আসছে। ইউক্রেনে রাশিয়ান হামলার পর এ তিক্ততা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত মার্চ মাসে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কারের ঘটনা ঘটে।

এইচএ/এএল 



আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ