• ঢাকা শুক্রবার
    ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লন্ডনে চিকিৎসকের পরামর্শ নিয়ে দেশে তাসকিন

প্রকাশিত: মে ১৫, ২০২২, ০৯:১৬ পিএম

লন্ডনে চিকিৎসকের পরামর্শ নিয়ে দেশে তাসকিন

ক্রীড়া প্রতিবেদক

উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গিয়েছিলেন জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ। এ টাইগার পেসারের কাঁধে পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক জানিয়েছেন আপাতত অস্ত্রোপচারের প্রয়োজন নেই। ফলে লন্ডন থেকে দেশে ফিরেছেন তিনি।

শনিবার (১৪ মে) রাতে ঢাকায় পৌঁছান ডানহাতি এই ফাস্ট বোলার। লন্ডনের ফর্টিয়াস ক্লিনিকে বিশেষজ্ঞ সার্জন অ্যান্ড্রু ওয়ালেসের তত্ত্বাবধানে চিকিৎসা নিয়েছেন তাসকিন। অস্ত্রোপচার করা হবে না, আপাতত রিহ্যাবের মাধ্যমেই মাঠে ফেরার লড়াই শুরু করবেন এ তরুণ পেসার।

গত ৬ মে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন তিনি। ১০ মে চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পরে কয়েকটি টেস্ট করতে হয়েছে তাসকিনকে। বড় কোনো সমস্যা ধরা না পড়ায় অস্ত্রোপচারের পরামর্শ দেননি চিকিৎসক।

এই ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারছেন না তাসকিন। পেস আক্রমণে তিনিই ছিলেন বড় ভরসা। আঙুলের চোটে মেহেদী হাসান মিরাজও এই সিরিজে নেই। নিয়মিত দুই পারফরমারকে মিস করছেন অধিনায়ক মুমিনুল হক।

জেডআই/এএল

আর্কাইভ