• ঢাকা বৃহস্পতিবার
    ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সায়মন্ডসের মৃত্যুতে শোকাচ্ছন্ন গিলক্রিস্টরা

প্রকাশিত: মে ১৫, ২০২২, ০৮:০০ পিএম

সায়মন্ডসের মৃত্যুতে শোকাচ্ছন্ন গিলক্রিস্টরা

ক্রীড়া ডেস্ক

গেল মার্চে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই কিংবদন্তি ক্রিকেটারকে হারিয়েছে অস্ট্রেলিয়া। সাবেক উইকেটরক্ষক-ব্যাটার রডনি মার্শের মৃত্যু শোক কাটতে না কাটতেই মারা যান কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। দুই মাস যেতে না যেতে আরও এক ক্রিকেটারকে হারালো অসিরা। এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন দেশটির সাবেক টেস্ট ক্রিকেট তারকা অ্যান্ড্রু সাইমন্ডস।

দুই বারের বিশ্বকাপ জয়ী সাবেক অস্ট্রেলিয়ান অল-রাউন্ডারের মৃত্যুতে শোকাচ্ছন্ন ক্রিকেট। সায়মন্ডসের চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না তার সতীর্থ, ভক্তরা।

সতীর্থ অ্যাডাম গিলক্রিস্টের শোকটা বেশিই। কত জুটিই না গড়েছিলেন সায়মন্ডসের সঙ্গে। তার মৃত্যুর খবরে প্রথমে গিলক্রিস্ট টুইট করেন, ‘এটা খুবই হৃদয়বিদারক। শান্তিতে থাকো রয়।

আরেকটি টুইটে গিলি লিখেছেন, ‘আমাদের সবার অনুগত, মজাদার এবং ভালোবাসার বন্ধু যে আপনার জন্য যে কোনো কিছুই করতে পারবে সেটি রয়।

আরেক সতীর্থ জেসন গিলেস্পি লিখেছেন, ‘জেগে ওঠার জন্য ভয়াবহ খবর। একেবারে বিধ্বস্ত। আমরা সবাই তোমাকে মিস করব বন্ধু।

মাইকেল ভন লিখেছেন, ‘সিম্মো, এটা সত্যি অনুভব করতে পারছি না।

পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আকতারের শোকটা একটু বেশিই। কতবার যে তাদের মধ্যে লেগেছিল বাইশ গজে। তাই তো শোয়েবের শোকটা বেশিই।

টুইটে শোয়েব লিখেছেন, ‘অস্ট্রেলিয়ায় একটি গাড়ি দুর্ঘটনায় অ্যান্ড্রু সায়মন্ডস মারা যাওয়ার খবর শুনে আমি বিধ্বস্ত। মাঠে এবং মাঠের বাইরে আমাদের দারুণ সম্পর্ক ছিল। তার পরিবারের জন্য চিন্তিত এবং প্রার্থনা।

ভারতের সাবেক ব্যাটার ভিভিএস লাক্সম্যান লিখেছেন, ‘জেগে ওঠার জন্য এর থেকে খারাপ খবর আর হতে পারে না। শান্তিতে থাকো বন্ধু। এটা মর্মান্তিক খবর।

জেডআই/এএল

আর্কাইভ