• ঢাকা বৃহস্পতিবার
    ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেন্ডিস-ম‍্যাথিউস টাইগারদের চোখ রাঙাচ্ছে

প্রকাশিত: মে ১৫, ২০২২, ০৭:৩৭ পিএম

মেন্ডিস-ম‍্যাথিউস টাইগারদের চোখ রাঙাচ্ছে

ক্রীড়া ডেস্ক

মেহেদী হাসান মিরাজের চোটে চট্টগ্রাম টেস্টে খেলার সুযোগ পেয়েছেন নাঈম হাসান। সুযোগ পেয়েই চমক দেখালেন এ অফ স্পিনার। ইতোমধ্যে লঙ্কানদের ২ উইকেট তুলে নিয়েছেন তিনি। এরপর দারুণ প্রতিরোধ গড়ে তোলেন কুসল মেন্ডিস ও অ‍্যাঞ্জেলো ম‍্যাথিউস।

রবিবার (১৫ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দ্বিমুথ করুনারত্নে। বড় রানের আশায় আগে ব্যাট করার সিদ্ধান্ত সফরকারীদের। শুরু থেকেই ধরে খেলার চেষ্টা দুই ওপেনার দ্বিমুথ করুনারত্নে ও ওসাধা ফার্নান্দোর।

তবে জুটি ভাঙতে বেশি সময় লাগেনি টাইগার বোলারদের। অষ্টম ওভারে দলীয় ২৩ রানের মাথায় ভেঙেছে ওপেনিং জুটি। নাঈম হাসান নিজের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে তুলে নিয়েছেন ৯ (১৭) রান করা করুনারত্নেকে। তারপর প্রতিরোধ গড়ে রানের চাকা সচল রেখেছিলেন ফার্নান্দো-মেন্ডিস। ফার্নান্দোকে থামিয়ে সেই প্রতিরোধ ভাঙলেন নাঈম।

এটি নাঈমের দ্বিতীয় শিকার। আউট সাইড অফের বল ডিফেন্স করতে চেয়েছিলেন ফার্নান্দো। কিন্তু বল ব্যাট ছুঁয়ে যায় উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নেন ফার্নান্দো। কিন্তু কাজ হয়নি। প্রযুক্তিতে দেখা যায় বল স্পর্শ করেছে ব্যাট। ৭৬ বলে ৩ চার ও ১ ছয়ে করে ৩৬ রান। মধ্যাহ্ন বিরতির ১০ মিনিট আগে নাঈমের আক্রমণ স্বস্তি এনে দিয়েছে বাংলাদেশ শিবিরে। 

শরিফুল ইসলামের পঞ্চম ওভারে রিভিউ হারায় টাইগাররা। প্রথম বলটিই ওশান ফার্নান্দোর পায়ে লাগে। জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। সঙ্গে সঙ্গে রিভিউ নেন মুমিনুল হক। কিন্তু বল আউট সাইড পিচ করায় বাংলাদেশ রিভিউ হারায়।

কুসল মেন্ডিস আর অ‍্যাঞ্জেলো ম‍্যাথিউসের ব্যাটে টাইগার বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলেছে শ্রীলঙ্কা। এ প্রতিবেদন লেখার সময় শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ১২৯ রান। অপরাজিত রয়েছেন কুশল মেন্ডিস ৪৮ ও ম‍্যাথিউস ৩১ রান নিয়ে ব্যাট করছেন।

জেডআই/এএল

আর্কাইভ