• ঢাকা বুধবার
    ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

পিকে হালদারের পাচার করা টাকা সহসাই দেশে আসছে না

প্রকাশিত: মে ১৫, ২০২২, ০৭:১৯ পিএম

পিকে হালদারের পাচার করা টাকা সহসাই দেশে আসছে না

নিজস্ব প্রতিবেদক

ভারতসহ বিভিন্ন দেশে প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের পাচার করা সাড়ে তিন হাজার কোটির বেশি টাকা সহসাই দেশে আসছে না বলে জানিয়েছেন দুদক আইনজীবী খুরশীদ আলম। 

রবিবার (১৫ মে) তিনি জানান, দুদক ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের অনুরোধে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট থেকে তার যাবতীয় সহায়-সম্পদ খোঁজ শুরু করলেও পুরো কার্যক্রম এখনও শেষ হয়নি। এ সম্পদের পেছনে কোনো অর্থ পাচার হয়েছে কিনা তা ভারত খতিয়ে দেখবে। পি কে হালদারকে জিজ্ঞাসাবাদ করলে তার ভিত্তিতে সে যা বক্তব্য দেবে তার পরিপূর্ণ  প্রতিবেদন ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে চাইবে দুদক। 

দুদকের এ কর্মকর্তা আরও জানান, পি কে হালদারের অর্থ পাচারের বিষয়ে বাংলাদেশের আর্থিক গোয়েন্দা সংস্থাগুলো ভারত, কানাডা ও দুবাইসহ পৃথিবীর ১৩২টি দেশে চিঠি দিয়েছে, এর ধারাবাহিকতায় এই ধড়-পাকড়।  

এ অবস্থায় আদৌ কত টাকা পাচার হয়েছে এবং কোন দেশে হয়েছে তা জানতে তাকে দেশে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি। 

পি কে হালদারের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও, তাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কাজ চলছে বলে রবিবার জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। 

শনিবার (১৪ মে) ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পশ্চিমবঙ্গ থেকে পি কে হালদারসহ ছয়জনকে গ্রেফতার করে। এরপর তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে দেশটির আদালত। 

জেইউ/এএল

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ