• ঢাকা বৃহস্পতিবার
    ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফিনল্যান্ডকে পুতিনের ‘হুঁশিয়ারি’

প্রকাশিত: মে ১৫, ২০২২, ০৩:৪১ পিএম

ফিনল্যান্ডকে পুতিনের ‘হুঁশিয়ারি’

আন্তর্জাতিক ডেস্ক

ন্যাটোতে যোগ দিয়ে ‘নিরপেক্ষ’ রাষ্ট্রের অবস্থান থেকে সরে গেলে তা হবে বড় ভুল, ফিনল্যান্ডকে এমন হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ফিনিশ প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে ফোনালাপে পুতিন বলেছেন, ফিনল্যান্ডের নিরাপত্তা কোনো ধরনের হুমকির মুখে নেই। 

যদিও ন্যাটোতে যোগ দিলে ফিনল্যান্ডের বিপক্ষে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে তেমন কিছুই বলেননি পুতিন। তবে আগেই ক্রেমলিন ইঙ্গিত দিয়ে রেখেছিল ফিনিশদের ন্যাটোতে যোগ দেওয়ার ফল ভালো হবে না।

তবে এরই মধ্যে ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া, অনেকে এটাকে পাল্টা ব্যবস্থার প্রধান পদক্ষেপ হিসেবে দেখছেন। 

দুই নেতার আলোচনার বিষয়ে ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, পুতিন ফিনল্যান্ডের প্রেসিডেন্টকে জানিয়েছেন দীর্ঘদিন ধরে সামরিক বিষয়ে নিরপেক্ষ থাকার নীতি মেনে এসেছে ফিনল্যান্ড। সম্প্রতি এ নীতি ত্যাগ করে দেশটি ন্যাটোয় যোগ দিতে চাইছে। ফিনল্যান্ডের নিরাপত্তার ওপর কোনো হুমকি নেই। এর পরও ন্যাটোয় যোগ দিলে দেশটি বড় ভুল করবে।

এইচএ /এএল



আর্কাইভ