• ঢাকা শনিবার
    ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাশিয়ান সেনাদের কাছ থেকে সহস্রাধিক স্থাপনা মুক্ত করার দাবি জেলেনস্কির

প্রকাশিত: মে ১৫, ২০২২, ০২:২৬ এএম

রাশিয়ান সেনাদের কাছ থেকে সহস্রাধিক স্থাপনা মুক্ত করার দাবি জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ান বাহিনীর কাছ থেকে ১ হাজারেরও বেশি স্থাপনা মুক্ত করার দাবি করেছেন।

শুক্রবার (১৩ মে) রাতে এক বক্তব্যে জেলেনস্কি বলেন, তাদের কাছ থেকে ৬টি স্থাপনা পুনরুদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত মোট ১ হাজার ১৫টি স্থাপনা ফেরত নেওয়া হয়েছে।

সিএনএনের খবরে বলা হয়েছে, এসব স্থাপনা কতগুলো অঞ্চলের মধ্যে ছিল তা জানাননি জেলেনস্কি।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, পুনরুদ্ধারকৃত অঞ্চলে আমরা বিদ্যুৎ, পানি, যোগাযোগ, পরিবহন যোগাযোগসহ সামাজিক পরিষেবা চালু শুরু করেছি।

খারকিয়েভ অঞ্চল ধীরে ধীরে মুক্ত করা হচ্ছে দাবি করে জেলেনস্কি বলেন, এর মাধ্যমে এটা প্রমাণিত হয় যে, ইউক্রেনীয় সেনারা কোনো শত্রুকে অবশিষ্ট রাখবে না।

এইচএ 


আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ