• ঢাকা বৃহস্পতিবার
    ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খারকিয়েভ ছাড়ছে রাশিয়ান বাহিনী

প্রকাশিত: মে ১৫, ২০২২, ০২:২৩ এএম

খারকিয়েভ ছাড়ছে রাশিয়ান বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিয়েভ ছাড়ছে রাশিয়ার সেনাবাহিনী। এমন দাবি করেছেন সেখানকার মেয়র ইহর তেরেকভ। ব্রিটিশ সংবাদ মাদ্যম বিবিসির এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

মেয়র ইহর তেরেকভ বিবিসিকে জানান, রাশিয়ান বাহিনীকে খারকিয়েভ ছাড়তে বাধ্য করছে ইউক্রেনের সেনারা। খারকিয়েভ শহর এখন শান্ত। স্থানীয় বাসিন্দারা আবারও শহরে ফিরতে শুরু করেছে।

সেনারা খারকিয়েভের যুদ্ধে সম্ভাব্য বিজয় লাভ করেছে ইউক্রেন। দেশটির সেনাবাহিনীর এক ঊর্ধতন কর্মকর্তার এমন বক্তব্যের পরেই রাশিয়ান সেনাদের খারকিয়েভ ছাড়ার এই তথ্য সামনে আসল। এদিকে, দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মারিউপোল থেকে আহত সেনাদের উদ্ধারে 'খুব কঠিন একটি চুক্তি' নিয়ে আলোচনা চলছে।

এর আগে ইউক্রেনের সেনাপ্রধানের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, খারকিয়েভে 'শত্রুপক্ষের সেনাদের এখন মূল লক্ষ্যই হয়ে দাঁড়িয়েছে খারকিয়েভ শহরে থাকা তাদের সেনা ইউনিটের প্রত্যাহার নিশ্চিত করা।' বিবিসি বলছে, মার্কিন চিন্তন প্রতিষ্ঠান এই তথ্য জানানোয় এ দাবি কিছুটা হলেও বিশ্বাসযোগ্যতা পাচ্ছে।

তবে রয়টার্সের সাংবাদিকেরা বলছেন, প্রায় দুই সপ্তাহ ধরে ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহরটি নিশ্চুপ। শহরের আশপাশের এলাকায় মস্কো এখনো বোমাবর্ষণ করে চলেছে। এদিকে গতকাল শুক্রবার গভীর রাতে রাশিয়ার গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, ওই অঞ্চলে ইউক্রেনের একটি অস্ত্রাগারে হামলা করেছে রাশিয়ান বাহিনী।

এইচএ 



আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ