• ঢাকা শুক্রবার
    ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুদ্ধের মধ্যে ইউক্রেনে ফের খুলছে ভারতীয় দূতাবাস

প্রকাশিত: মে ১৫, ২০২২, ০২:১৯ এএম

যুদ্ধের মধ্যে ইউক্রেনে ফের খুলছে ভারতীয় দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক

যুদ্ধের মাঝে ইউক্রেনে আবার দূতাবাস খুলতে চলেছে ভারত। ১৭ মে থেকে রাজধানী কিয়েভের দূতাবাসে আগের মতো কর্মীরা কাজকর্ম করবেন। শুক্রবার (১৩ মে) এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রণালয়।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বে ইউক্রেনীয় ফৌজ তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে। তারপরই ১৩ মার্চ কিয়েভ থেকে ওই দূতাবাসটিকে সাময়িকভাবে সরিয়ে যাওয়া হয়েছিল পোল্যান্ডের ওয়ারশ-তে। 

যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে উদ্ধার করা হয় কয়েক হাজার ভারতীয় ছাত্রদের। এই উদ্ধারকাজে নয়াদিল্লিকে সাহায্য করে কিয়েভ ও মস্কো। দুই দেশের কাছে লড়াই থামিয়ে আলোচনার পথে ফেরার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমন পরিস্থিতিতে কিয়েভে ভারতের দূতাবাস খোলার অর্থ পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এইচএ/ডা 




আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ