• ঢাকা শনিবার
    ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

১০ হাজার লিটার সয়াবিন তেল জব্দ, জরিমানা ২ লাখ

প্রকাশিত: মে ১৫, ২০২২, ০১:২৭ এএম

১০ হাজার লিটার সয়াবিন তেল জব্দ, জরিমানা ২ লাখ

মানিকগঞ্জ প্রতিনিধি

অবৈধভাবে সয়াবিন তেলের মজুদ নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে তেল বিক্রি করার দায়ে মানিকগঞ্জের সিংগাইরে দুটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতার।

শনিবার (১৪ মে) বিকালে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল অভিযান পরিচালনা করে ওই প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করেন।

আসাদুজ্জামান রুমেল বলেন, ‘বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইরের ধল্লা বাজারের আলতাফ স্টোরে অভিযান চালানো হয়। এ সময় তাদের গোডাউন থেকে তিন হাজার লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করা হয়। পাশাপাশি আরও সাত হাজার লিটার খোলা সয়াবিন তেল জব্দ করা হয়। বোতল কেটে ওই সাত হাজার লিটার তেল আলাদা করেছিল প্রতিষ্ঠানটি। অবৈধ তেলের মজুদের কারণে ওই প্রতিষ্ঠানের মালিক আলতাফ হোসেনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। জব্দকৃত তেল স্থানীয় ক্রেতাদের মাঝে নায্যদামে বিক্রি করা হয়।’

তিনি আরও বলেন, ‘বেশি দামে তেল বিক্রি করার দায়ে সিংগাইর বাজারের হৃদয় স্টোরের মালিক মজিবর হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে সরিষার তেল উৎপাদন করার দায়ে সিংগাইরের চান্দহর ইউনিয়নের সিরাজপুর বাজারের আওলাদ ওয়েল মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ওই প্রতিষ্ঠানটিকে সিলগালাও করা হয়েছে।’

 

এএমকে

আর্কাইভ