• ঢাকা শনিবার
    ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মধুপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ২৫

প্রকাশিত: মে ১৪, ২০২২, ১০:৫০ পিএম

মধুপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ২৫

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শামীম নামের প্রান্তিক পরিবহনের এক চালকের মৃত্যু হয়েছে। ঘটনায় দুই বাসের অন্ততপক্ষে ২৫ জন গুরুতর আহত হয়েছে।

শনিবার (১৪ মে) সকাল ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুরের গাংগাইর এলাকায় ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন, পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

বিষয়ে মধুপুর থানার উপ-পরিদর্শক মামুনুর রশিদ বলেন, ‘সকাল ৮টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা প্রান্তিক পরিবহন টাঙ্গাইলের দিক থেকে ছেড়ে যাওয়া মাহি পরিবহন ঘটনাস্থল মধুপুরের গাংগাইর এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় দুটি বাসই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

এ সময় দুই বাসের চালকসহ অনেক যাত্রী গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মধুপুর, টাঙ্গাইল ময়মনসিংহ হাসপাতালে প্রেরণ করে।

পরবর্তীতে এদের মধ্যে থেকে প্রান্তিক পরিবহনের চালক শামীম (৪৫) টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। প্রাথমিকভাবে নিহত শামীমের বাড়ি টাঙ্গাইল সদরের বলেও জানান তিনি।

 

এএমকে

আর্কাইভ