• ঢাকা শুক্রবার
    ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার পালানোর রোডম্যাপ তৈরি করছে: জয়নুল আবেদীন

প্রকাশিত: মে ১৪, ২০২২, ০৮:০৬ পিএম

সরকার পালানোর রোডম্যাপ তৈরি করছে: জয়নুল আবেদীন

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন ফারুক বলেছেন, ’সরকারের কলাকুশলীরা একটি নির্বাচনী রোডম্যাপ তৈরি করছেন বলে শোনা যাচ্ছে। এ রোডম্যাপ নির্বাচনী নয়, এটা হচ্ছে অনির্বাচিত সরকার কীভাবে কোন পথে বাংলাদেশ থেকে বিদায় নেবে সেই রোডম্যাপ।’

শনিবার (১৪ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

জয়নুল আবেদিন বলেন, ‘সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে অংশ নেওয়ার ক্ষেত্রে অহেতুক চেষ্টা করছে। সরকারের মিথ্যা আশ্বাসে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না। বিএনপি মচকাবে তবু ভাঙবে না। অনির্বাচিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে- এসব মিথ্যা অপপ্রচার চালিয়ে সরকার পতনের আন্দোলন ঠেকানো যাবে না।’

বিএনপির আন্দোলন করতে জানে না- আওয়ামী লীগের নেতাদের এমন বক্তব্যের প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘যারা বিএনপির আন্দোলন দেখেন না, তারা এসে দেখে যান। আন্দোলনের কী দেখেছেন? স্বৈরাচার এরশাদ ৯ বছর রাষ্ট্রক্ষমতায় ছিলেন, সেই এরশাদ আন্দোলনে ভেসে গেছে। কোনো স্বৈরাচারী টিকতে পারে নাই।’ 

তিনি আরও বলেন, ‘সরকার খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় তিলে তিলে মেরে ফেলার চেষ্টা চালাচ্ছে। কিন্তু খালেদা জিয়া এ সরকারের পতন না দেখে মৃত্যুবরণ করবেন না। তিনি আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন। অন্যায়ভাবে মানুষকে বেশি দিন দাবিয়ে রাখা যায় না। যে যত কথাই বলুক এ সরকার আর টিকতে পারবে না। যদি বাঁচতে চান তাহলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে মানে মানে বিদায় হোন।’

ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ দক্ষিণ জেলা বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য কপিল উদ্দিন প্রমুখ।

জেইউ

আর্কাইভ