• ঢাকা শুক্রবার
    ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দিল্লিতে ভবনে ভয়াবহ আগুন, ২৬ জনের মৃত্যু

প্রকাশিত: মে ১৪, ২০২২, ০৬:৩১ এএম

দিল্লিতে ভবনে ভয়াবহ আগুন, ২৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের রাজধানী দিল্লিতে একটি চারতলা ভবনে ভয়াবহ আগুন লেগেছে। এ ঘটনায় এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ২৬ জনের মরদেহ। এছাড়া ৪০ জনের বেশি মানুষ দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, শুক্রবার বিকেলে পশ্চিম দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে ভবনটিতে আগুন লাগে। ভবনটিতে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিস রয়েছে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট কাজ করছে। কীভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। এক টুইট বার্তায় তিনি লেখেন, প্রাণহানির এ ঘটনায় আমি অত্যন্ত দুঃখিত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।



সাজেদ/
আর্কাইভ