• ঢাকা বুধবার
    ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রীকে মাহিন্দা রাজাপাকসের শুভেচ্ছা

প্রকাশিত: মে ১৩, ২০২২, ০৬:৩০ পিএম

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রীকে মাহিন্দা রাজাপাকসের শুভেচ্ছা

আন্তর্জাতিক ডেস্ক

শ্রীলঙ্কায় বৃহস্পতিবার (১২ মে) সন্ধ্যায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি) নেতা রনিল বিক্রমাসিংহে। 

সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। বিক্রমাসিংহে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরই সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তাকে অভিনন্দন জানান মাহিন্দা রাজাপাকসে।

টুইটারে মাহিন্দা রাজাপাকসে লেখেন, ‘শ্রীলঙ্কার নবনিযুক্ত প্রধানমন্ত্রীকে অভিনন্দন। আপনি এ সংকটপূর্ণ সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে আমি আপনার মঙ্গল কামনা করছি।’

গত সোমবার বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মাহিন্দা রাজাপাকসে। তার পদত্যাগের ফলে পদটি শূন্য হয়ে পড়ে। এরপর মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট বিরোধী দল সামাজি জানা বালাবউইগেয়ায়ার (এসজেবি) নেতা সাজিথ প্রেমাদাসাকে প্রথমে প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সাজিথ জানিয়েছিলেন, প্রেসিডেন্ট পদত্যাগ করলেই কেবল তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন।

এরপর বুধবার বিক্রমাসিংহেকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেন গোটাবায়া। এ নিয়ে বুধবার সন্ধ্যায় গোটবায়া রাজাপাকসের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিক্রমাসিংহে। এরপরই শোনা যায় শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন এ ইউএনপি নেতা। এ নিয়ে ষষ্ঠবারের মতো শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হলেন রনিল বিক্রমাসিংহে।

এইচএ/এএল 



আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ