• ঢাকা বৃহস্পতিবার
    ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১১ আরোহী নিয়ে ক্যামেরুনে বিমান বিধ্বস্ত

প্রকাশিত: মে ১৩, ২০২২, ০৬:১১ পিএম

১১ আরোহী নিয়ে ক্যামেরুনে বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

ক্যামেরুনের মধ্যাঞ্চলে ১১ জন আরোহীসহ একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা বিমানটির সঙ্গে রেডিও যোগাযোগ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে।

পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানী ইয়াউন্ডে থেকে ১৫০ কিলোমিটার উত্তর-পূর্বে নাঙ্গা ইবোকোর কাছে বনে বিধ্বস্ত বিমানটির অবস্থান সনাক্ত করা হয়। খবর এএফপি’র।

নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, বিমানটি ‘বিধ্বস্ত হয়েছে’ এবং কাউকে বাঁচানো সম্ভব কিনা সে চেষ্টা করছেন উদ্ধারকারীরা।

সরকারি সূত্র এএফপিকে জানায়, বেসরকারি প্রতিষ্ঠান ক্যামেরুন অয়েল ট্রান্সপোর্টেশন কোম্পানি বিমানটি ভাড়া করেছিল। যারা ক্যামেরুন ও প্রতিবেশী দেশ চাদের মধ্যে গ্যাস সরবরাহ পাইপলাইন রক্ষণাবেক্ষণ করে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বিমানটির ধরন ও নির্মাতার নাম প্রকাশ করা হয়নি। এটি ইয়াউন্ডে-এনসিমালেন বিমানবন্দর থেকে দেশের পূর্বাঞ্চলে বেলাবোতে যাচ্ছিল।

২০০৭ সালের পর এটি ক্যামেরুনে প্রথম বড় ধরনের বিমান দুর্ঘটনা। ২০০৭ সালে কেনিয়া এয়ারওয়েজের একটি বিমান ১১৪ জন লোক নিয়ে ডুয়ালা বিমানবন্দর থেকে উড্ডয়নের পরে বিধ্বস্ত হয়েছিল। ওই দুর্ঘটনায় কেউ বাঁচেনি।

তিন বছর পর, ক্যামেরুনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তদন্তে জানা যায়, পাইলটের ভুলের কারণে দুর্ঘটনাটি ঘটেছিল।

এইচএ /এএল




আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ