• ঢাকা মঙ্গলবার
    ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

’রেলখাতে ঋণ দিতে ব্ল্যাঙ্ক চেক নিয়ে বসে আছে এডিবি’

প্রকাশিত: মে ১৩, ২০২২, ০১:২৫ এএম

’রেলখাতে ঋণ দিতে ব্ল্যাঙ্ক চেক নিয়ে বসে আছে এডিবি’

নিজস্ব প্রতিবেদক

রেলখাতে বিনিয়োগে এশীয় উন্নয়ন ব্যাংক খুশি কি না? এমন প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ’রেলখাতে ঋণ দিতে এডিবি এক ধরনের ব্ল্যাঙ্ক চেক নিয়ে বসে আছে।’  

বৃহস্পতিবার (১২ মে) পরিকল্পনামন্ত্রী নিজ কার্যালয়ে এডিবির ভাইস প্রেসিডেন্ট শিজিন চেনের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। সভা শেষে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ’এডিবি রেলখাতে ঋণ দিতে চায়, এতে আমরা খুশি। কারণ আমরা রেলটাকে আধুনিক করতে চাই। মিটারগেজ রেলকে ডুয়েলগেজে রূপ দিতে চাই। পর্যায়ক্রমে সব রেলপথকে ডাবলগেজে করবো। রেলপথ ডাবলগেজ করলে কোথাও আসা যাওয়ার জন্য থামতে হবে না।’

এডিবি কী পরিমাণে বিনিয়োগ করতে চায়? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ’নির্দিষ্ট ফিগার নিয়ে আলোচনা হয়নি। আমরা যা চাইবো এডিবি তাই দিতে রাজি আছে। বাংলাদেশের সমস্ত সিঙ্গেল গেজ রেলপথকে পর্যায়ক্রমে ডাবল গেজে রূপ দেবো। এডিবি আমাদের অবকাঠামোখাতে ঋণ দিতে চায়।’

এডিবির ভাইস প্রেসিডেন্ট শিজিন চেন বলেন, ’বাংলাদেশের সঙ্গে এডিবির ৫০ বছরের সম্পর্ক। শিক্ষা, সামাজিক নিরাপত্বা, অবকাঠামো ও স্বাস্থ্য খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থেকেছে এডিবি। নতুন করে রেলখাত ঢেলে সাজাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী এডিবি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন এডিবির দক্ষিণ এশিয়া বিভাগের উপ-মহাপরিচালক মনমোহন প্রকাশ, বাংলাদেশে নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন জিনটিং, ঢাকা অফিসের এডিবির বহিঃসম্পর্ক বিভাগের প্রধান গোবিন্দ বার প্রমুখ।

জেইউ

আর্কাইভ