• ঢাকা বৃহস্পতিবার
    ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কায় নদীতে ঝাঁপ দিচ্ছে, এরা ঝাঁপ দেবে বঙ্গোপসাগরে: ফখরুল

প্রকাশিত: মে ১১, ২০২২, ০২:১৫ এএম

শ্রীলঙ্কায় নদীতে ঝাঁপ দিচ্ছে, এরা ঝাঁপ দেবে বঙ্গোপসাগরে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শ্রীলঙ্কাতে সব নদীতে ঝাঁপিয়ে পড়েছে, আর এরা (আওয়ামী লীগ সরকার) বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়বে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১০ মে) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় যৌথ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আসন্ন সংসদ নির্বাচনে ৩০০ আসনে ইভিএমের সক্ষমতা নেই, নির্বাচন কমিশনের দেওয়া মন্তব্যের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ’নির্বাচন কমিশন যা বলার বলে দিয়েছেন, এখানে আমাদের বলার তেমন কিছু নেই। এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে এই দেশের নির্বাচন ব্যবস্থা, গণতন্ত্রকে ধ্বংস করছে।’

সয়াবিন তেলের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, ’নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আমরা সারা দেশে দেড় মাস আন্দোলন করেছি। আমাদের দফা তো একটা না, অনেকগুলো। আমরা রাজনৈতিক দল, আমাদের মূল লক্ষ্য দেশের রাজনীতিকে ঠিক করা। সরকার পরিবর্তন হলে তেলের দামসহ সব ঠিক হয়ে আসবে।’

জেইউ

আর্কাইভ