প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ১২:৪৪ পিএম
জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। এ জোটে দেশের একমাত্র জীবিত বীর বিক্রম মুক্তিযোদ্ধা এবং ছাত্র প্রতিনিধিরা রয়েছেন।
তিনি বলেন, আমি চাই দেশে প্রতিহিংসার রাজনীতি বন্ধ হোক। নির্বাচিত হলে দলীয় পরিচয় বিবেচনা না করে সবার সঙ্গে সমান গুরুত্ব দিয়ে কাজ করব।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, কমিশনার ও ইউপি সদস্যদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নোয়াবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান। সঞ্চালনা করেন সেক্রেটারি বেলাল হোসাইন।
ডা. তাহের বলেন, আগামীর নির্বাচন একটি বড় চ্যালেঞ্জ।
এ নির্বাচনকে তরুণ প্রজন্মের জন্য সুখী ও সমৃদ্ধ সমাজ উপহার দেওয়ার মাইলফলক হিসেবে নিতে হবে। আগামীর বাংলাদেশ হবে সব শ্রেণীপেশার মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ। নারী অধিকারের প্রশ্নে আমরা আরও বেশি সোচ্চার রয়েছি।
তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছর পর ৫ আগস্টের বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হয়েছে।
আমাদের যুবকেরা জীবন ও রক্ত দিয়ে দেশকে মুক্ত করেছে। আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি এবং নতুন বাংলাদেশ গড়েছি।
ডা. তাহের দাবি করেন, ২০০১-২০০৬ মেয়াদে ক্ষমতায় থাকাকালে তিনি কোনো ধরনের দুর্নীতিতে জড়িত ছিলেন না। মিথ্যা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হলেও পরবর্তীতে তিনি দুর্নীতিমুক্ত হিসেবে সার্টিফিকেট পান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মু. শাহজাহান, সাবেক আমির আবদুস সাত্তার, উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন ও পৌর আমীর মাওলানা মুহা. ইব্রাহিম।
এছাড়া বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, রুহুল আমিন, ওয়াজী উল্লাহ ভূঁইয়া খোকন, ইঞ্জিনিয়ার মজিবুর রহমানসহ স্থানীয় নেতারা।