• ঢাকা বৃহস্পতিবার
    ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বঙ্গপোসাগরে নিম্নচাপ, বন্দরে ১ নম্বর দূরবর্তী সংকেত

প্রকাশিত: মে ৮, ২০২২, ০৫:৪৯ এএম

বঙ্গপোসাগরে নিম্নচাপ, বন্দরে ১ নম্বর দূরবর্তী সংকেত

সিটি নিউজ ডেস্ক

আন্দামান সাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার সকালে এটি ঘূর্ণিঝড় ‘অশনি’তে রূপ নেবে। এ জন্য দেশের সমুদ্রবন্দরগুলোকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

শনিবার (৭ মে) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এ তথ্য জানান।

তিনি গণমাধ্যমে বলেন, আন্দামান সাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি শনিবার দুপুর ১২টার দিকে নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি আরও ঘণীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। রবিবার সকালের দিকে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে। ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে বলে জানান এ আবহাওয়াবিদ।

মো. শাহীনুল ইসলাম বলেন, বিকেল ৩টায় ঘূর্ণিঝড়ের সর্বশেষ তথ্য দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছি। বিজ্ঞপ্তি অনুযায়ী, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ আরও সামান্য উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে আজ দুপুর ১২টায় একই এলাকায় (অক্ষাংশ: ৯.৪ ডিগ্রি উত্তর, দ্রাঘিমাংশ: ৯১.২ ডিগ্রি পূর্ব) নিম্নচাপে পরিণত হয়েছে।

তিনি বলেন, এটি শনিবার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪২৫ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৪০ কিলোমিটার দক্ষিণে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। আবহাওয়াবিদ জানান, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে বলে জানান তিনি।

এইচএ 

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ