• ঢাকা শুক্রবার
    ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

’মন্ত্রী-ব্যবসায়ীদের সিন্ডিকেটে তেলের দাম বেড়েছে’

প্রকাশিত: মে ৭, ২০২২, ১২:৫০ এএম

’মন্ত্রী-ব্যবসায়ীদের সিন্ডিকেটে তেলের দাম বেড়েছে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে সয়াবিন তেলের কোনো সংকট ছিল না। মন্ত্রী ও ব্যবসায়ীরা সিন্ডিকেট করে তেলের দাম বাড়িয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। শুক্রবার (৬ মে) রাজধানীর পল্টন মোড়ে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ব্যবসায়ীদের সঙ্গে মন্ত্রী ও মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ আমলাদের যোগসাজশ আছে। তারা ব্যবসায়ীদের জানিয়েছে, ঈদের পর তেলের দাম বাড়বে। ব্যবসায়ীরা তখনই মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। এ সরকারের চেহারা ও মন্ত্রীদের চেহারা এখানেই স্পষ্ট হয়।’

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে আপনারা বাড়ান, অথচ আন্তর্জাতিক বাজারে দাম কমলে আপনারা কমান না। মন্ত্রী ও ব্যবসায়ীদের সিন্ডিকেটে দাম বাড়ানো হয়। সরকার যদি নিজে থেকে তেলের দাম বাড়ায়, তাহলে তো ব্যবসায়ীরা তার সঙ্গে আরও দাম জুড়ে দিয়ে বেশি দামে বিক্রি করবে। এতে তো কোনো সন্দেহ নেই।’

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘ব্যবসায়ীদের সঙ্গে মন্ত্রী বৈঠক করলেন। অথচ ক্রেতাদের সঙ্গে বৈঠক করার কোনো প্রয়োজন মনে করলেন না। তার মানে হলো- জনগণের যা হয় হোক, নিজেদের স্বার্থ হাসিল করতে হবে। কারণ মন্ত্রীরা তো ভোটে মন্ত্রী হয়নি।’

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (সিপিবি) ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শামসুজ্জামান ভুইয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জলি তালুকদার। এ ছাড়া বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেইউ

আর্কাইভ