• ঢাকা শুক্রবার
    ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তেলের সঙ্গে যেন পাল্লা দিয়েছে সব জিনিসের দাম

প্রকাশিত: মে ৬, ২০২২, ০৬:৩২ পিএম

তেলের সঙ্গে যেন পাল্লা দিয়েছে সব জিনিসের দাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৃহস্পতিবার (৫ মে) সয়াবিন তেলের মূল্য নির্ধারণের পরই ঢাকার বাইরে কয়েকটি জায়গায় দোকানে তেলের দামের ব্যাপারে খোঁজ নেয় সিটি নিউজ ঢাকা টিম। দেখা যায় বেশিরভাগ এলাকার দোকানদাররা তাদের দোকানে সয়াবিন তেল নেই বলে জানান। কয়েকটি দোকানে ২ লিটারের তেলের বোতল ২৫০ টাকা দাম চায়। তেলের এই মূল্য বৃদ্ধির পাশাপাশি সবজির দামও বাজারে অনেক বেশি দেখা গেছে।

আজ সকালে বাজার ঘুরে দেখে গেছে, গাজর ১২০ টাকা, কাঁচামরিচ ১০০ থেকে ১২০ টাকা, পেঁপে ৭০ থেকে ৮০ টাকা, বেগুন ৬০ থেকে ৮০ টাকা, করোলা ৬০ থেকে ৭০ টাকা, কাকরল ৬০ থেকে ৭০ টাকা, বরবটি ৫০ থেকে ৬০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, পটল ৫০ টাকা,  টমেটো ৫০ টাকা, ধন্দুল ৫০ টাকা , ঝিঙে ৫০ টাকা,  শসা ৪০ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

সোলায়মান নামে একজন ক্রেতা বাজারে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমার কৌষ্টকাঠিন্য রয়েছে। রোগ প্রতিরোধ ক্ষমতা কম। ডাক্তার বলেছেন বেশি করে সবজি খেতে। গাজর খেতে, টমেটো খেতে। কিন্তু সবজির যা দাম- এ অবস্থা চলতে থাকলে তো বেশি করে খাওয়া দূরে থাক সবজি না খেয়ে থাকতে হবে। আর সে অবস্থায় গেলে কোষ্টকাঠিন্য আমার শরীরে কি অবস্থা তৈরি করবে কে জানে!’

মহাখালী কাঁচা বাজারের আবুল হোসেন নামে এক দোকানদার বলেন, ‘আমরা পাইকারি কিনে আনি। যে দামে বিক্রি করতে বলে সেই দামে বিক্রি করি। সবকিছুতে যে খরচ বাড়ছে। আমাদেরও তো বেশি ইনকাম করে চলতে হবে। তা ছাড়া জিনিসের দাম একটু বাড়তি।’

বোরহান নামে এক বিক্রেতা বলেন, ‘চালান কম। এ জন্য জিনিস কম আসছে। তাই দাম বেশি। কদিন পর ঠিক হয়ে যাবে।’
আর্কাইভ