• ঢাকা বৃহস্পতিবার
    ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঘূর্ণিঝড় মোকাবিলায় সচিবালয়ে জরুরি বৈঠক, প্রস্তুত বাংলাদেশ

প্রকাশিত: মে ৫, ২০২২, ১০:০২ পিএম

ঘূর্ণিঝড় মোকাবিলায় সচিবালয়ে জরুরি বৈঠক, প্রস্তুত বাংলাদেশ

সিটি নিউজ ডেস্ক

বঙ্গোপসাগরে সৃষ্টি হতে চলেছে ঘূর্ণিঝড়। এটিই হতে পারে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। যা ধেয়ে আসতে পারে বাংলাদেশের দিকেও।
 
বৃহস্পতিবার (৫ মে) বাংলাদেশ আবহাওয়া দফতরের এমন পূর্বাভাস পাওয়ার পর নড়েচড়ে বসেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সচিবালয়ে বসেছে জরুরি বৈঠকে। 

বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান জানান, ঘূর্ণিঝড়ের অবস্থা দেখে ব্যবস্থা নেয়া হবে। আবহাওয়া দফতরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। তবে তিনি জানান, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের জন্য সব প্রস্তুতি নেয়া হয়েছে। স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। উপকূলীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।
 
প্রতিমন্ত্রী জানান, উপকূলের ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলোকে প্রস্তুত রাখতে বলা হয়েছে। প্রয়োজনীয় ত্রাণ ও চিকিৎসা সামগ্রীও প্রস্তুত রাখা হয়েছে বলেও জানিয়েছেন ডা. এনাম। 

আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার দক্ষিণ আন্দামান সাগরের সম্ভাব্য লঘুচাপটি সৃষ্টি হতে পারে। এখন পর্যন্ত লঘুচাপটি বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ওড়িশার দিকে মুখ করে আছে। তবে লঘুচাপটির গতিপথ বারবার বদলাচ্ছে। এ জন্য বলা যাচ্ছে না এটি তৈরি হলে কোনদিকে যাবে। প্রাথমিক ধারণা অনুযায়ী বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ওড়িশায় আঘাত হানতে পারে।

পশ্চিমবঙ্গের আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ আন্দামান সাগর এবং সন্নিহিত এলাকায়। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে নাম হবে ‘আসানি’।
যা শুক্রবার কোনো এক সময় নিম্নচাপে পরিণত হতে পারে। তারপর তা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে মনে করা হচ্ছে। 

পরের ৪৮ ঘণ্টায় তা শক্তি বাড়াতে পারে এবং গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে তা আদৌ পশ্চিমবঙ্গ বা উড়িশা উপকূলে পৌঁছবে কিনা, তা এখনই বলা যাচ্ছে না। 

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া বার্তায় বলা হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

বরিশাল, খুলনা, চট্টগ্রাম, সিলেট ও ঢাকা বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। অন্যদিকে, উত্তরাঞ্চলের রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে।


এইচএ/এএল 

আর্কাইভ