• ঢাকা বুধবার
    ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

কমলো এলপি গ্যাসের দাম

প্রকাশিত: মে ৫, ২০২২, ০৯:৪৯ পিএম

কমলো এলপি গ্যাসের দাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রান্না করার জন্য ব্যবহৃত এলপি গ্যাসের (তরল পেট্রোলিয়াম গ্যাস) দাম কমলো৷ প্রতি কেজি এলপিজির দাম ১১৯ টাকা ৯৪ পয়সা থেকে কমিয়ে ১১১ টাকা ২৬ পয়সা করা হয়েছে। অর্থাৎ প্রতি কেজিতে ৮ টাকা ৬৮ পয়সা দাম কমেছে। পরপর তিন মাস বাড়ার পর গ্যাসের দাম কমিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। 

প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৩৯ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৩৩৫ টাকা হয়েছে।

একই সঙ্গে কমানো হয়েছে অটোগ্যাস নামে পরিচিত পরিবহনে ব্যবহৃত এলপি গ্যাসের দাম। অটোগ্যাসের দাম প্রতি লিটার ৬৭ টাকা ২ পয়সা থেকে কমিয়ে ৬২ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারের দাম এবং ডলারের বিপরীতে টাকার মূল্যায়নের ওপর নির্ভর করে এই দাম নির্ধারণ করা হয়েছে। 

বৃহস্পতিবার অনলাইনে বিইআরসি আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাম ঘোষণা করা হয়। নতুন নির্ধারিত দাম আজ বৃহস্পতিবার (৫ মে) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

অর্থ ও বাণিজ্য সম্পর্কিত আরও

আর্কাইভ