• ঢাকা শুক্রবার
    ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৮৫০ কোটি ডলারের টেসলার শেয়ার বিক্রি করেছেন মাস্ক

প্রকাশিত: মে ৩, ২০২২, ০৫:২১ পিএম

৮৫০ কোটি ডলারের টেসলার শেয়ার বিক্রি করেছেন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক

টুইটার কিনতে নগদ অর্থ সংগ্রহ করার জন্য টেসলার ৮৫০ কোটি (৮.৫ বিলিয়ন) মার্কিন ডলার মূল্যের শেয়ার বিক্রি করেছেন ইলন মাস্ক। খবর: দ্য গার্ডিয়ানের।

টুইটার কিনে নেওয়ার জন্য ইলন মাস্ক গত সোমবার ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারের চুক্তি করেন। তার মধ্যে মাস্কের নিজের রয়েছে ২ হাজার ১০০ কোটি ডলার।

এছাড়া প্রায় ১ হাজার ২৫০ কোটি ডলার ধার নিচ্ছেন ইলন মাস্ক। মার্কিন বিনিয়োগ ব্যাংক মরগ্যান স্ট্যানলির নেতৃত্বে একটি ব্যাংক জোট আরও ১ হাজার ৩০০ কোটি ডলার অর্থ দিচ্ছে ইলন মাস্ককে। এই বিনিয়োগে ব্যাংকগুলোকে রাজি করানোর জন্য টুইটার থেকেই রাজস্ব আয়ের পথ দেখিয়েছেন মাস্ক। 

এদিকে ইলন মাস্কের টুইটার অধিগ্রহণের ঘোষণার পর থেকে উদ্বেগ শুরু হয়েছে তার নিজের কোম্পানি টেসলার বিনিয়োগকারীদের মধ্যে। এতে কমতে শুরু করেছে টেসলার শেয়ারের দামও। ২৬ এপ্রিল টেসলার শেয়ারের দাম ১২ দশমিক ২ শতাংশ কমে গেছে। আর টুইটার কেনার ঘোষণার পর থেকে এখন পর্যন্ত টেসলার বাজার মূলধন কমেছে প্রায় ১২৬ বিলিয়ন বা ১২ হাজার ৬০০ কোটি ডলার।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুসারে মাস্কের বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২৫ হাজার কোটি মার্কিন ডলার। এর মধ্যে রকেট নির্মাণ কোম্পানি স্পেসএক্সে ১০ হাজার কোটি ডলার মূল্যের ৪৩ দশমিক ৬ শতাংশ শেয়ার আছে তার।
আর্কাইভ