• ঢাকা শুক্রবার
    ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঈদে বৃষ্টিতে সিক্ত ঢাকা

প্রকাশিত: মে ৩, ২০২২, ০৪:২৮ পিএম

ঈদে বৃষ্টিতে সিক্ত ঢাকা

সিটি নিউজ ডেস্ক

ঈদের দিন সকালে বৃষ্টির ছোঁয়ায় সিক্ত হয়েছে রাজধানী ঢাকা। এ বৃষ্টিতে প্রায় ২ সপ্তাহ ধরে চলা মৃদু তাপপ্রবাহ থেকে মুক্তি পেলো নগরবাসী। 

মঙ্গলবার (৩ মে ) ভোর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিলো। মুসিল্লীরা যখন ঈদ জামাতের জন্য প্রস্তুতি নিচ্ছিলো তখন উত্তর পশ্চিম থেকে কালো মেঘের ভেলা চোখ রাঙানি দিচ্ছিলো। সকাল ৯:৩০ এ তীব্র ঝোড়ো বাতাস দিয়ে নগরে কালবৈশাখী আঘাত হানে। ভারী বর্ষণে ঈদ জামাতে অংশ নেওয়া মুসল্লিদের একটু ভোগান্তিতে ফেলেছে। 


বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক গণমাধ্যমে জানান, আবহাওয়া অধিদপ্তরের আগেই পূর্বাভাস ছিল ঈদের দিন সারাদেশে বৃষ্টিপাত হবে। এরই ধারাবাহিকতায় রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে।

তিনি বলেন, ‘আজ সারাদেশেই বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। দুপুর ১২টার পর খুলনা, বরিশাল, কুমিল্লা ও নোয়াখালীর দিকে বৃষ্টি হবে। তবে ভোর থেকে ময়মনসিংহ, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় বৃষ্টি হচ্ছে। আর এখনকার বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হবে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে।’

এদিকে ভোর থেকে নওগাঁয় ৩৮ মিলিমিটার, তেঁতুলিয়ায় ২ মিলিমিটার, রাজারহাটে ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মোট হিসেবে এই চার জায়গায় প্রায় ৮৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

এইচএ 

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ