• ঢাকা বৃহস্পতিবার
    ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

উয়েফা থেকে অর্ধ কোটি টাকার বাস পাচ্ছে বাফুফে

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২২, ০৬:৪০ এএম

উয়েফা থেকে অর্ধ কোটি টাকার বাস পাচ্ছে বাফুফে

ক্রীড়া ডেস্ক

ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা উয়েফা থেকে সাহায্য পাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) মাধ্যমে বাফুফেকে অর্ধ কোটি টাকার বাস দিচ্ছে উয়েফা। বাস প্রাপ্তির প্রক্রিয়াও শুরু হয়ে গেছে।

উয়েফা অ্যাসিস্ট প্রোগ্রামের অধীনে বাফুফে চার জাতি টুর্নামেন্টে অংশ নিচ্ছে। ঢাকার বয়সভিত্তিক টুর্নামেন্টে চ্যাম্পিয়নও হয়েছে বাংলাদেশ। এছাড়া সবশেষ ম্যাচ সম্প্রচারের জন্য ইউরোপিয়ান সংস্থা থেকে ক্যামেরাসহ যন্ত্রপাতি পেয়েছে বাফুফে।

আর এবার পাচ্ছে ৩৮ সিটের বাস। এই বাস জাতীয় দলসহ অন্যদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হবে। এ প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, ‘আমাদের জাতীয় কিংবা বয়সভিত্তিক দলের আনা-নেওয়া করার জন্য স্থায়ী কোনও বাস নেই। উয়েফার অর্থ সাহায্যে বাস পেলে তখন তাদের জন্য ব্যবহার করা যাবে।’

বাফুফের এই কর্তা আরও বলেছেন, ‘বাসের মূল্য ৫০ লাখ হলেও বাফুফেকে আরও ১০ লাখ টাকা ভর্তুকি দিতে হচ্ছে। এরই মধ্যে ওয়ার্ক অর্ডার হয়ে গেছে। শিগগিরই তা পেয়ে যাবো।’
 
এইচএ 

আর্কাইভ