• ঢাকা শুক্রবার
    ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বলিউড সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়ে আফসোস শোয়েবের

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২২, ০৭:১৭ পিএম

বলিউড সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়ে আফসোস শোয়েবের

ক্রীড়া ডেস্ক

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শোয়েব আখতার দাবি করেছেন, তিনি বলিউড সিনেমা 'গ্যাংস্টার'-এ অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

৪৬ বছর বয়সী শোয়েব বলেন, ‘গ্যাংস্টার’ এ ইমরান হাশমির চরিত্রে অভিনয়ের প্রস্তাব ছিল আমার কাছে। আমার মনে হয় ছবিটি করা উচিত ছিল। খবর জিও টিভির।

নিজেকে তরুণ পেসারদের সঙ্গে তুলনা করে ‘পিন্ডি এক্সপ্রেস’ বলেন, তারা আমার মতো নয়। তাদের আমার মতো লম্বা চুলও নেই কিংবা তারা দ্রুত বলও করতে পারে না।

তিনি বলেন, ফাস্ট বোলাররা ব্যাটারদের মাথায় বল দিয়ে আঘাত করে না। আমি মনে করি, ব্যাটারদের আহত করা উচিত ফাস্ট বোলারদের।

শোয়েব বলেন, ১৯৯৯ সালে কলকাতায় রাহুল দ্রাবিড়ের চেয়ে ২০০২ সালে অস্ট্রেলিয়ার কিংবদন্তি খেলোয়াড় অ্যাডাম গিলক্রিস্টের টেস্ট উইকেটটাই তার কাছে সেরা। তিনি আরও বলেন, খেলোয়াড় থাকা অবস্থায় আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল সাকলাইন মুস্তাক।

তিনি বলেন, সম্পর্ক এমন ছিল যে, আমি সাকলাইনকে পেটাতাম। তিনি বিশ্বের সেরা স্পিনার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। এখনও ১৪৫ কিলোমিটার গতিতে বল করতে পারবেন বলেও দাবি করেছেন শোয়েব। প্রসঙ্গত, ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দ্রুত গতিতে বল করার রেকর্ডের মালিক শোয়েব আখতার।

আরআই/এএল
আর্কাইভ