• ঢাকা বুধবার
    ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রযুক্তি পণ্য প্রতিষ্ঠান ‘অ্যাঙ্কার’র যাত্রা শুরু

প্রকাশিত: মার্চ ১৬, ২০২২, ০২:৩০ এএম

প্রযুক্তি পণ্য প্রতিষ্ঠান ‘অ্যাঙ্কার’র যাত্রা শুরু

সিটি নিউজ ডেস্ক

বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করলো ইলেকট্রনিক পণ্যের প্রতিষ্ঠান ‘অ্যাঙ্কার ইনোভেশন লিমিটেড’। মঙ্গলবার (১৫ মার্চ) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে অ্যাঙ্কার, বাংলাদেশের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সুমাস টেকের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটির একাধিক ব্র্যান্ডের অধীনে রয়েছে চার্জার, পাওয়ার ব্যাংক, ইয়ারবাডস, হেডফোন, স্পিকার, ডেটা হাব, আধুনিক হোম অ্যাপ্লায়েন্স-সহ কম্পিউটার ও মোবাইলের সব ধরনের পণ্য।
 
অনুষ্ঠানে সুমাস টেক’র প্রোপ্রাইটর ও ডেক্সিম্পো ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ পিয়াস ও ডেক্সিম্পো ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ওশকুরুনী জিতু, ডেক্সিম্পো ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক মিঠু আলী ও মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

মোহাম্মদ ওশকুরুনী জিতু বলেন, ‘আমাদের এই চুক্তির মাধ্যমে গ্রাহকরা সহজেই হাতের নাগালে অত্যাধুনিক সব নতুন নতুন পণ্য পাবেন।’

ডা/
আর্কাইভ