• ঢাকা শুক্রবার
    ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১১ মামলায় খালেদা জিয়ার হাজিরা পিছিয়ে ৮ জুন

প্রকাশিত: মার্চ ১৫, ২০২২, ১০:২৬ পিএম

১১ মামলায় খালেদা জিয়ার হাজিরা পিছিয়ে ৮ জুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা ১১টি মামলায় তার হাজিরার নতুন দিন ধার্য করেছেন আদালত। আগামী ৮ জুন নতুন দিন ধার্য করে আদেশ দিয়েছেন নিম্ন আদালত।

 মঙ্গলবার (১৫ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েস এ আদেশ দেন।

এ দিন খালেদা জিয়ার হাজিরার দিন ধার্য ছিল। অসুস্থতার কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। তার আইনজীবী সময়ের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেন। খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

খালেদা জিয়া ছাড়া মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন– বিএনপি নেতা আমানউল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল ও সুলতান সালাউদ্দিন টুকু।

মামলাগুলো হচ্ছে–দারুস সালাম থানার নাশকতার ৮ মামলা, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার দুই মামলা। এ ১১ মামলার মধ্যে ১০ মামলার অভিযোগ-গঠন শুনানি এবং যাত্রাবাড়ী থানার অপর একটি মামলায় অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য রয়েছে।

২০১৫ সালের শুরুর দিকে বিএনপির হরতাল চলাকালে নাশকতার অভিযোগ এনে খালেদা জিয়াসহ দলটির বেশ কিছু নেতাকর্মীর বিরুদ্ধে রাজধানীর দারুস সালাম থানায় আটটি ও যাত্রাবাড়ী থানায় দুটি মামলা করে পুলিশ। 

ডা/
আর্কাইভ