• ঢাকা শুক্রবার
    ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রফতানি মূল্য সংরক্ষণের নির্দেশ

প্রকাশিত: মার্চ ১৫, ২০২২, ০২:২১ এএম

রফতানি মূল্য সংরক্ষণের নির্দেশ

সিটি নিউজ ডেস্ক

বৈদেশিক মুদ্রায় রফতানি মূল্য সংরক্ষণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বিনিময়জনিত ক্ষতি থেকে রেহাই পাচ্ছেন রফতানিকারকরা।

সোমবার (১৪ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে জারি করা নির্দেশনাটি অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে পাঠানো হয়েছে।

এতে বলা হয়- অগ্রিম পাওয়া রফতানি মূল্য বৈদেশিক মুদ্রায় সংরক্ষণ করা যাবে। এর পাশাপাশি, সংরক্ষিত বৈদেশিক মুদ্রা ব্যাক টু ব্যাক ঋণপত্রের দায় পরিশোধে ব্যবহার করা যাবে। ব্যাক টু ব্যাক ঋণপত্র ছাড়া অন্য আমদানি দায় পরিশোধের ক্ষেত্রে অগ্রিম পাওয়া বৈদেশিক মুদ্রা ৩০ দিন সংরক্ষণ করা যাবে।

নির্দেশনা জারির আগে অগ্রিম পাওয়া রফতানি আয় টাকায় নগদায়ন করতে হতো।

এনএম/ডা

আর্কাইভ