• ঢাকা শুক্রবার
    ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘বিএনপি ক্ষমতায় এসে জাতিকে ভিক্ষুকে পরিণত করতে চেয়েছিল’

প্রকাশিত: মার্চ ১৫, ২০২২, ০২:০৬ এএম

‘বিএনপি ক্ষমতায় এসে জাতিকে ভিক্ষুকে পরিণত করতে চেয়েছিল’

গাইবান্ধা প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় এসে বাঙালি জাতিকে ভিক্ষুকের জাতি হিসেবে পরিণত করতে চেয়েছিল। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে খাদ্য ঘাটতি পূরণ করেছে। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বিএনপি বিদেশ থেকে ঋণ নিয়ে দেশ চালিয়েছে আর আমরা এখন বিদেশে ঋণ দেওয়ার সক্ষমতা অর্জন করেছি। ’

এ সময় তিনি বলেন, ‘জিয়াউর রহমান ক্ষমতায় এসে বঙ্গবন্ধুকে হত্যা করে জয় বাংলা ধ্বনি তুলে দিয়ে পাকিস্তানের জিন্দাবাদ কায়েম করতে চেয়েছিল। শেখ হাসিনার সরকার জয় বাংলা জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করেছে।’

সোমবার (১৪ মার্চ) গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এমএইউ একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শাজাহান খান আরও বলেন, ‘আওয়ামী লীগ ক্যান্টনমেন্টের রাজনীতি করে না। বিগত সময়ে যারা ক্ষমতায় এসেছেন তারা ক্যান্টনমেন্টের মাধ্যমে এসেছেন। ক্ষমতায় এসে তারা অনেক সন্তানকে করেছে পিতৃহারা আর স্ত্রীকে করেছে স্বামীহারা। তারা আওয়ামী লীগকে উৎখাত করতে চেয়েছিল কিন্তু ব্যর্থ হয়েছে।‘

তিনি বলেন, ‘যুদ্ধাপরাধের বিচার শুরু হওয়ার পর বিএনপি আঁতাত করে যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছে। কিন্তু কেউ রেহাই পায়নি, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সাহসিকতার সঙ্গে বিচারকাজ সম্পন্ন করেছেন।’

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক। ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি.এম সেলিম পারভেজের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিনের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি হোসনে আরা লুৎফা ডালিয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সামস-উল আলম হিরু, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি'র কন্যা ফারজানা রাব্বী বুবলী প্রমুখ।


এফআইজে/ডা
আর্কাইভ