• ঢাকা শুক্রবার
    ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খুচরা পর্যায়ে ভোজ্যতেলের ভ্যাট তুলে নিলো সরকার

প্রকাশিত: মার্চ ১৪, ২০২২, ০৮:১২ পিএম

খুচরা পর্যায়ে ভোজ্যতেলের ভ্যাট তুলে নিলো সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খুচরা পর্যায়ে ভোজ্যতেলের ভ্যাট তুলে নিয়েছে সরকার। সোমবার (১৪ মার্চ) মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, শুধু ভোজ্যতেল নয়, চিনি বা যেগুলো বেশি প্রয়োজনীয় সেগুলোর ক্ষেত্রে ভ্যাট কমাতে বলা হয়েছে। যেটাই খুবই ক্রাইসিসে থাকবে সেটার ক্ষেত্রে একদম কম পর্যায়ে নিয়ে আসা।

মন্ত্রিপরিষদ সচিব জানান, আমদানি পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট আছে। আমদানি পর্যায়ে যে ভ্যাট আছে সেটা যথা সম্ভব কমিয়ে নিয়ে আসার জন্য এনবিআরকে বিবেচনা করার জন্য শিগগিরই ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। আমদানি পর্যায়ে কমালে আমাদের ধারণা যে এটার একটা ডিরেক্ট পজেটিভ ইমপ্যাক্ট পড়বে বাজারে।

তিনি আরও জানান, ভোজ্যতেলের ওপর খুচরা পর্যায়ের ভ্যাট তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি আমদানি পর্যায়ে ভ্যাট কতটুকু কমানো যায় তা নিশ্চিত করতে এনবিআরকে নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্দেশ বলবৎ থাকবে।

এনএম/ডা

আর্কাইভ