• ঢাকা শুক্রবার
    ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হাবলে ধরা পড়লো ৩২ কোটি আলোকবর্ষ দূরের গ্যালাক্সি

প্রকাশিত: মার্চ ১৩, ২০২২, ১০:০৩ পিএম

হাবলে ধরা পড়লো ৩২ কোটি আলোকবর্ষ দূরের গ্যালাক্সি

সিটি নিউজ ডেস্ক

৩২ কোটি আলোকবর্ষ দূর। মানে, পৃথিবী থেকে আলোর গতিতে গেলেও সেখানে পৌঁছাতে ৩২ কোটি বছর সময় লাগবে। এ পৃথিবী থেকে বহুদূরে। এত দূরে যে, কল্পনা করতে গেলেও মানুষকে খেই হারিয়ে ফেলতে হয়। সেখানে ঘটে যাওয়া অবিশ্বাস্য এক ঘটনার ছবি সম্প্রতি তুলেছে হাবল স্পেস টেলিস্কোপ। 

অ্যানড্রোমেডো নক্ষত্রপুঞ্জের একটি ঘটনার ছবি তুলেছে হাবল। সেখানে মহাকর্ষীয়বলে ক্ষয়িষ্ণু দুটি ছায়াপথের (গ্যালাক্সি) এমন স্পষ্ট ত্রিমাত্রিক ছবি তুলেছে হাবল। যাতে ছায়াপথ দুটির নড়াচড়াও ধরা পড়েছে। 

ছায়াপথ দুটির একটি হলো স্মলার পোলার-রিং গ্যালাক্সি আইসি ১৫৫৯ (ছবিতে উপরে) আর দ্বিতীয়টি হলো লার্জার স্পাইরাল গ্যালাক্সি এনজিসি ১৬৯ (ছবিতে নিচে)। হ্যালটন আর্পের অ্যাটলাস অব পিকুইলার গ্যালাক্সিতে এ দুটি ছায়াপথকে একসঙ্গে এআরপি ২৮২ বলে অভিহিত করা হয়েছে। 

মধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে একটি ছায়াপথের সঙ্গে অন্য ছায়াপথের মিথস্ক্রিয়া হওয়াটা অস্বাভাবিক নয়। নাসা এক বিবৃতিতে লিখেছে, জ্যোতির্বিজ্ঞানীরা এখন মেনে নিচ্ছেন যে, একটি ছায়াপথের বিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই ছায়াপথটি অন্য কোনো ছায়াপথের সঙ্গে কীভাবে মিথস্ক্রিয়া করছে। একটি ছায়াপথ অন্য ছায়াপথে মিশে যেতে পারে, একটির সঙ্গে অন্যটির সংঘর্ষ হতে পারে। একটি ছায়াপথ ঘেঁষে সেটিকে পার করেও চলে যেতে পারে অন্য একটি ছায়াপথ। এসব ঘটনার ওপর নির্ভর করে কেমন হবে ছায়াপথের গড়ন ও গঠন। 

ছবিটা দৃশ্যমান আলোতেও তুলেছে হাবল। নাসা বলছে, আইসি ১৫৫৯ ও এনজিসি ১৬৯ দুটি ছায়াপথেরই অ্যাকটিভ গ্যালাকটির নিউক্লিই (এজিএন) রয়েছে, যার অর্থ- এদের কেন্দ্র চরম শক্তিতে পরিপূর্ণ। অন্য ভাবে বললে, ছায়াপথ দুটির সূর্যের চেয়ে অন্তত শতাধিক গুণ বড় একাধিক ব্ল্যাকহোল রয়েছে। 

সূত্র : স্পেসডটকম।

ডা/ 
আর্কাইভ