• ঢাকা শুক্রবার
    ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গুগল ডুডলে নারী দিবস

প্রকাশিত: মার্চ ৮, ২০২২, ০৫:৩১ পিএম

গুগল ডুডলে নারী দিবস

সিটি নিউজ ডেস্ক

আন্তর্জাতিক নারী দিবসে হোম পেজে বিশেষ ডুডল প্রকাশ করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম গুগল। বিশেষ ডুডলে ছবির বদলে ভিডিও ব্যবহার করা হয়েছে। ভিডিওটিতে রয়েছে অসাধারণ অ্যানিমেশনের কাজ।

মঙ্গলবার ( মার্চ) বিশ্ব নারী দিবস-২০২২ উপলক্ষে ডুডল প্রকাশ করে গুগল।

এতে দেখা যায়, ডুডল ভিডিওটিতে বিভিন্ন ক্ষেত্রে নারীদের বিশেষ অবদানের কথা তুলে ধরা হয়েছে। পুরুষের সঙ্গে তাল মিলিয়ে নারীরা যে সফলভাবে এগিয়ে যাচ্ছে, সে বিষয়টি তুলে ধরা হয়েছে। অর্থাৎ সব অঙ্গনে নারী সমানভাবে পারদর্শী, সেই বিষয়টি ফুটে উঠেছে।

গুরুত্বপূর্ণ দিবসে অথবা বিশেষ কোনো ব্যক্তির স্মরণে এমন ডুডল প্রকাশ করে থাকে গুগল। সার্চ বক্সের ওপর গুগলের নামের সঙ্গে সাধারণত দিবস বা ঘটনা-সংশ্লিষ্ট ছবি বা অ্যানিমেশন দিয়ে ডুডল প্রদর্শন করা হয়ে থাকে।

এনএম/এফএ

আর্কাইভ