• ঢাকা মঙ্গলবার
    ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

খুনি-চোর পালানোর সময় সংকেত দেবে সিসিটিভি

প্রকাশিত: মার্চ ৬, ২০২২, ০৭:৩৪ পিএম

খুনি-চোর পালানোর সময় সংকেত দেবে সিসিটিভি

সিটি নিউজ ডেস্ক

ডিজিটাল যুগের ডিজিটাল চিন্তাভাবনা। এবার রাজধানী ঢাকার নিরাপত্তা ব্যবস্থায় আসছে পরিবর্তন। যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তি। হত্যা, চুরি-ছিনতাইকারীদের ধরতে সিসিটিভি সংকেত দেবে। অপরাধী ধরতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (কৃত্রিম বুদ্ধিমত্তা) যুক্ত সিসিটিভি ক্যামেরা বসাচ্ছে মহানগর গোয়েন্দা পুলিশ। এই প্রযুক্তি অপরাধীদের আগের অপরাধের তথ্য-উপাত্ত সংরক্ষণ করবে। স্বয়ংক্রিয়ভাবে জানান দেবে অপরাধীর অবস্থান।

দ্রুত অপরাধী শনাক্ত ও সাইবার ইউনিটের সক্ষমতা বাড়াতে আধুনিক প্রযুক্তি নিয়ে এসেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগ। কেন্দ্রীয়ভাবে ক্লোজ সার্কিট ক্যামেরা পর্যবেক্ষণ ইউনিট শুরু করেছে ডিবি। এরই মধ্যে রাজধানীর শতাধিক অপরাধপ্রবণ এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। উদ্যোগ নেওয়া হয়েছে আরও একশ এলাকায় এ ধরনের ক্যামেরা লাগানোর। এই সিসিটিভি ক্যামেরাগুলোতে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি (কৃত্রিম বুদ্ধিমত্তা)। অপরাধ নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাসহ ‘ঢাকার ঈগলের চোখ’ হবে এ সিসিটিভি পর্যবেক্ষণ ইউনিট।

এটি পুরোপুরি চালু হলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অপরাধ নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা ও যানজট নিয়ন্ত্রণে। এখানে আধুনিক সফটওয়্যার সংযুক্ত রয়েছে। ফলে সিসিটিভি ফুটেজ থেকেই অপরাধীর চেহারা শনাক্তসহ তার কোনো ডেটাবেজ থাকলে তা সহজেই বের করা যাবে। ক্যামেরাগুলো গাড়ির নম্বরের দিকেও খেয়াল রাখবে।  

১৫ বছর আগে রাজধানীর ৪৩টি পয়েন্টে মাত্র ১৮৫টি ক্যামেরা নিয়ে সিসিটিভি মনিটরিং কার্যক্রমের যাত্রা শুরু হয়। পর্যবেক্ষণের জন্য আব্দুল গনি রোডে পুলিশ কমান্ড সেন্টারে একটি পর্যবেক্ষণ কক্ষ খোলা হয়। 

ডা/ এফএ
আর্কাইভ