• ঢাকা শুক্রবার
    ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফেসবুকে ব্যবহারকারীর সংখ্যা কমায় গৌতম, মুকেশের পেছনে জাকারবার্গ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২২, ০৫:৩৬ পিএম

ফেসবুকে ব্যবহারকারীর সংখ্যা কমায় গৌতম, মুকেশের পেছনে জাকারবার্গ

আন্তর্জাতিক ডেস্ক

ফেসবুকে কমছে ব্যবহারকারীর সংখ্যা। গত বৃহস্পতিবার শেয়ারবাজারেও দরপতন হয়েছে ফেসবুকের। এ দরপতনের হারও অনেক বড়। ২৬ শতাংশ। ১৮ বছরের ইতিহাসে প্রথমবার এমনটি হলো। যে কারণে এক দিনে জাকারবার্গের লোকসান হয়েছে ২ হাজার ৯০০ কোটি ডলার। খবর: রয়টার্সের।

বৃহস্পতিবার এ দরপতনের ফলে বিশ্বের শীর্ষ ধনীর তালিকা থেকেও কয়েক ধাপ নেমে গেছেন জাকারবার্গ। ফোর্বসের হিসাব অনুযায়ী, শত কোটিপতির তালিকায় জাকারবার্গের অবস্থান এখন দ্বাদশ। তার সামনে রয়েছেন দুই ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানি ও গৌতম আদানি।

ফেসবুকের মূল কোম্পানি মেটার বাজারমূল্য এক ধাক্কায় কমে গেছে ২০ হাজার কোটি ডলারের বেশি। যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানির এক দিনে সর্বোচ্চ দরপতনের রেকর্ড এটি। ফোর্বসের হিসাব অনুযায়ী, এর ফলে জাকারবার্গের সম্পদ কমে দাঁড়ায় ৮ হাজার ৫০০ কোটি ডলারে।

ফেসবুকের মূল কোম্পানি মেটার পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিষ্ঠার ১৮ বছর পর প্রথমবারের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা কমলো। গত বছরের মাঝামাঝি সময়ে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৯৩ কোটি। কিন্তু শেষ তিন মাসে দৈনিক ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৯২ কোটি ৯০ লাখ। সংখ্যা দিন দিন কমছে।

ডাকুয়া/
আর্কাইভ